Train Fare Hike : ১ জুলাই থেকে বাড়বে ট্রেনের ভাড়া ? প্রতি কিলোমিটারে কত টাকা বৃদ্ধি
Indian Railways : শহরতলির ট্রেনের ভাড়া ও মাসিক সিজন টিকিটের (এমএসটি) দাম অপরিবর্তিত থাকবে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

Indian Railways : ভারতীয় রেল ১ জুলাই থেকে এসি ও নন-এসি মেল ও এক্সপ্রেস পরিষেবা (Express Train Fare) সহ বিভিন্ন শ্রেণির দূরপাল্লার ট্রেনের ভাড়া সামান্য বৃদ্ধি করতে পারে। তবে, শহরতলির ট্রেনের ভাড়া ও মাসিক সিজন টিকিটের (Monthly Ticket) দাম অপরিবর্তিত থাকবে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।
কী রিপোর্ট প্রকাশিত হয়েছে
এই বিষয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন এক রেলের আধিকারিক। তিনি জানিয়েছেন, নতুন এই ভাড়ায় সংশোধনী যাত্রীদের উপর যাতে খুব বেশি প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখছে ভারতীয় রেল। ক্রমবর্ধমান পরিচালন ব্যয় পূরণের জন্য এই বিষয়টি ডিজাইন করা হয়েছে। এটি যাত্রীদের পকেটে বেশি চাপ দেবে না। সেই কারণে ভাড়া বৃদ্ধি সামান্য হবে।
কত কিলোমিটার পর্যন্ত কাদের জন্য ভাড়া বৃদ্ধি হয়নি
প্রস্তাব অনুসারে, ৫০০ কিলোমিটার পর্যন্ত জেনারেল সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য কোনও ভাড়া বৃদ্ধি করা হবে না। এর বাইরে দূরত্বের জন্য সেকেন্ড ক্লাসদের জন্য প্রতি কিলোমিটারে আধ পয়সা নামমাত্র বৃদ্ধি চালু করা যেতে পারে।
এসি ও মেইল/এক্সপ্রেস ট্রেনে সামান্য ভাড়া বৃদ্ধি
নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে এসি ক্লাসের টিকিট বুকিংকারীদের প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২ পয়সা দিতে হতে পারে। দেশে প্রতিদিন ১৩,০০০ এরও বেশি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। তাই ভাড়া বৃদ্ধি ন্যূনতম রেখে অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্যে এই সমন্বয় করা হয়েছে।
কদের ভাড়া বাড়ল না
গুরুত্বপূর্ণ বিষয় হল, রেলওয়ে শহরতলির রুট বা সিজন টিকিটধারীদের জন্য ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি দৈনিক যাত্রী ও স্বল্প দূরত্বের ভ্রমণকারীদের অতিরিক্ত খরচ থেকে রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন এখনও দেওয়া হয়নি।
সম্প্রতি রেলের পরিষেবা উন্নত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় রেল। বিশেষ করে রেলের সুরক্ষা নিয়ে আরও গভীর পর্যালোচনা করছেন আধিকারিকরা। সেই ক্ষেত্রে রেলের কবচ সুরক্ষা সিস্টেম আরও বেশি করে বসানোর চেষ্টা চলছে। সেই কারণেই নতুন করে রেলের অপারেশন কষ্ট নিয়েন্ত্রণে আনতে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে পারে ভারতীয় রেল। যদিও সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।






















