ATM in Indian Rail: এবার ট্রেনেই মিলবে ATM পরিষেবা! যাত্রীদের জন্য এবার বড় উদ্যোগ নিল রেল
Train ATM Service: শীঘ্রই যাত্রীরা চলন্ত ট্রেনে এই এটিএম ব্যবহার করতে পারবেন। রেলের কোচে প্রয়োজনীয় পরিবর্তনও করা হচ্ছে

নয়া দিল্লি: প্রতিদিনই লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করে। ভারতে রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে। এদিকে অনেকসময়ই তাড়াহুড়োয় টাকা নিয়ে বেরনো হয় না। কিংবা দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত টাকা নিয়ে যেতে আমরা ভয় পাই অনেকেই। সেই বিষয়টি মাথায় রেখেই এবার বড় উদ্যোগ নিল রেল। এবার ট্রেনেই এটিএম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের নয়া সিদ্ধান্ত মতোই মুম্বাই-মন্মদ পঞ্চবটী এক্সপ্রেসে বসল এটিএম। এটি ভারতের প্রথম ট্রেন যেখানে এই এটিএম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ওই ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে এটিএম মেশিনটি ইনস্টল করা হয়েছে। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এয়ার কন্ডিশনড চেয়ারকার কোচে এই এটিএম বসানো হয়েছে। শাটার দরজাও বসানো হয়েছে সুরক্ষার জন্য।
শীঘ্রই যাত্রীরা চলন্ত ট্রেনে এই এটিএম ব্যবহার করতে পারবেন। রেলের কোচে প্রয়োজনীয় পরিবর্তনও করা হচ্ছে। রেলের তরফে জানান হয়েছে এই পাইলট প্রজেক্টটি ভালভাবেই সম্পন্ন হয়েছে, পুরো যাত্রায় অটোমেটেড টেলর মেশিনটি সঠিকভাবেই কাজ করেছে। তবে, ইগতপুরী এবং কাসারার মধ্যবর্তী অংশে কিছু সংক্ষিপ্ত নেটওয়ার্ক সমস্যা ছিল। কারণ সেখানে ট্রেনটিকে একটি টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় সিগন্যালের সমস্যাজনিত কারণে এটিএম-টি কিছুক্ষণ কাজ করেনি।
তবে শুধু এটিএম পরিষেবাই নয়, যাত্রীরা চেক বই অর্ডার করতে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে এটিএম ব্যবহার করতে পারবেন। সম্প্রতি আরও কয়েকটি ট্রেনে এই এটিএম পরিষেবাটি চালু হতে চলেছে। এটিএম এর সুরক্ষার জন্য সেখানে একটি সিসিটিভি ক্যামেরাও রাখা হচ্ছে।
ATM Service in running train by Bank of Maharashtra pic.twitter.com/adWxn74fFu
— Nandini Idnani 🚩🇮🇳 (@nandiniidnani69) April 15, 2025
এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন যাত্রীদের একাংশ। তবে আগামী দিনে যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া পেলে, তবে বাকি ট্রেনেও এই পরিষেবা চালু করা হবে বলে জানান হয়েছে রেলের তরফে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
