Indian Railway: তৎকাল টিকিট বুকিংয়ে, ই-আধার অথেনটিকেশন চালু করতে চলেছে ভারতীয় রেল
ABP Ananda LIVE: রেলের তৎকালে টিকিট কাটা নিয়ে উঠেছে লাগাতার জালিয়াতির অভিযোগ। এবার রেল টিকিটে দালালদের দৌরাত্ম্য় কমাতে আসরে নামলেন খোদ রেলমন্ত্রী। খুব শীঘ্রই, তৎকাল টিকিট বুকিংয়ে, ই-আধার অথেনটিকেশন চালু করতে চলেছে ভারতীয় রেল, এক্স মাধ্যমে পোস্ট করে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করলে সামাজিক বয়কটের নিদান তৃণমূল নেতার
কালনার তৃণমূল নেতার পোস্ট ঘিরে বিতর্ক । মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করলে সামাজিক বয়কটের নিদান তৃণমূল নেতার । প্রয়োজনে তাদের গায়ে হাত তোলারও দাওয়াই । তৃণমূলের কালনা ২ ব্লক সভাপতি প্রণব রায়ের পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক । বিতর্কের পরও নির্বিকার তৃণমূল নেতা প্রণব রায়। 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা কুৎসা করছেন, তাই পোস্ট করতে বাধ্য হয়েছেন'। সাফাই তৃণমূল নেতা প্রণব রায়।


















