Stock Market Closing: দীপাবলির আগেই আলো ভারতের বাজারে, নিফটি-সেনসেক্স দাপাল বুলরা, মঙ্গলে কী হবে ?
Share Market Closing: বিশ্ববাজারের অন্ধকারের আবহ থাকলেও দীপাবলির আগেই আলো দেখাচ্ছে ভারতের শেয়ার বাজার। সপ্তাহের প্রথম দিনেই এদিন 'বুল রান' দেখা গেল বাজারে।
Share Market Closing: বিশ্ববাজারের অন্ধকারের আবহ থাকলেও দীপাবলির আগেই আলো দেখাচ্ছে ভারতের শেয়ার বাজার। সপ্তাহের প্রথম দিনেই এদিন 'বুল রান' দেখা গেল বাজারে। ব্যাঙ্কিং, জ্বালানি স্টকে বিনিয়োগের কারণে বাজারে অনেকটাই ওপরে বন্ধ হয়েছে। আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 492 পয়েন্ট বেড়ে 58,410 পয়েন্টে পৌঁছেছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 134 পয়েন্ট বেড়ে 17,320 পয়েন্টে বন্ধ হয়েছে।
Stock Market Closing: কোন খাতের কী অবস্থা ছিল ?
বাজারে আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং, অটো, আইটি, এনার্জি, ফার্মা, এমএফসিজি খাতের শেয়ারে লেনদেন দেখা গেছে। কেনাবেচা দেখা গেছে ধাতু, রিয়েল এস্টেট ও মিডিয়া খাতের শেয়ারে। আজ বাজারে স্মল ক্যাপ ও মিড ক্যাপ সেক্টরের শেয়ারেও কেনাকাটা দেখা গেছে। নিফটি সূচকের 50টি স্টকের মধ্যে, 34টি শেয়ার বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। 16টি শেয়ার নিচে দৌড় থামিয়েছে। সেখানে সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 23টি স্টক সবুজে ও 7টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Share Market Closing: আজ বেড়েছে
আজ বাজারে বেড়েছে, SBI 3.20 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 2.05 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 1.97 শতাংশ, ICICI ব্যাঙ্ক 1.84 শতাংশ, NTPC 1.64 শতাংশ, IndusInd ব্যাঙ্ক 1.58 শতাংশ, রিলায়েন্স 1.44 শতাংশ, কোটাক মহিন্দ্রার ১.৩৯ শতাংশ লাভের সঙ্গে বন্ধ হয়েছে।
Stock Market Closing: কমেছে এই স্টকগুলি
আমরা যদি মুনাফা বুকিং করা স্টকগুলির দিকে তাকাই, তাহলে হিন্দালকো 2.23 শতাংশ, লারসেন 1.49 শতাংশ, JSW স্টিল 1.37 শতাংশ, এইচসিএল টেক 0.79 শতাংশ, উইপ্রো 0.58 শতাংশ, টাটা স্টিল 0.55 শতাংশ, ব্রিটানিয়া 0.49 শতাংশ কমেছে।
Share Market Live: সপ্তাহের প্রথম দিনেই পতনের সঙ্গে শুরু করল ভারতের শেয়ার বাজার। বিশ্ববাজারের প্রভাবের ফল দেখা গেল নিফটি, সেনসেক্সে। তবে প্রি-ওপেনিংয়ে লালে খুললেও আজ বাজার ২ মিনিটের মধ্যে সবুজে চলে যায়। সবমিলিয়ে অস্থিরতা জারি রয়েছে বাজারে।
Stock Market Opening: কীভাবে খোলে বাজার
আজ, BSE-এর 30-শেয়ারের সূচক সেনসেক্স 167.47 পয়েন্ট বা 0.29 শতাংশ কমে 57,752.50 এ খোলা হয়েছে। অন্যদিকে, NSE-এর 50-শেয়ার সূচক নিফটি 40.90 পয়েন্ট বা 0.24 শতাংশ পতনের সঙ্গে 17,144-তে খুলেছে।