Stock Market Closing: মাসের শুরুতেই বাজারে উত্থান, এবার ১৯,০০০ ছোঁবে নিফটি, কতদিনে লক্ষ্যপূরণ ?
Share Market Update: মে মাসের শুরুতেই দুরন্ত ছুট দিল ভারতীয় শেয়ার বাজার। নিফটি, সেনসেক্সে উত্থানের কারণে আশা জাগল বিনিয়োগকারীদের মনে।
Share Market Update: মে মাসের শুরুতেই দুরন্ত ছুট দিল ভারতীয় শেয়ার বাজার। নিফটি, সেনসেক্সে উত্থানের কারণে আশা জাগল বিনিয়োগকারীদের মনে। বন্ধের সময়েও আজ ভাল স্কোর করেছে মার্কেট। বাজার বিশেষজ্ঞদের মতে, এবার ফের ১৯,০০০ দিকে ছুটছে নিফটি। কোনও বড় অঘটন না ঘটলে টানা বুল রান দেখা যেতে পারে সূচকে। সেই ক্ষেত্রে অবশ্য় মাঝে কারেকশন নিয়েই এগোবে স্টক মার্কেট।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজারের অবস্থা ?
দীর্ঘ ছুটির পর আজ মে মাসের প্রথম ব্যবসায়িক দিনে উজ্জ্বল হয়েছে শেয়ারবাজার। বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে বাজার সবুজে বন্ধ হয়েছে। আজ ট্রেডিংয়ে বিএসই সেনসেক্স 242 পয়েন্টের লাফ দিয়ে 62,353 এ বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সেঞ্জের নিফটি 82 পয়েন্টের লাফ দিয়ে 18,147 পয়েন্টে দৌড় থামিয়েছে।
Stock Market Closing: সেক্টরের অবস্থা
ব্যাঙ্কিং, আইটি, অটো, মেটাল, এনার ট্রেন, ইনফ্রা, জিউমার ডিউরেবলস এবং অয়েল অ্যান্ড্রয়েড সেক্টরের স্টকগুলি আজ চর্চায় ছিল। দুর্দান্ত লাভের কনসোলেশন বন্ধ হয়েছে এগুলি। মিডক্যাপ এবং স্মল ক্যাপ স্টকে দুর্দান্ত কেনাকাটা দেখা গেছে। নিফটি মিডক্যাপ 0.97 শতাংশ বা 307 পয়েন্টের লাফ দিয়ে বন্ধ হয়েছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১৬টি শেয়ার বেশি ও ১৪টি শেয়ার কমে বন্ধ হয়েছে। নিফটির 50টি স্টক, 31টি স্টক লাভে ও 19টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে৷ রেলওয়ের শেয়ারের আজকের লেনদেনে চমকপ্রদ উত্থান দেখা গেছে।
Share Market Update: কোন স্টকের কী অবস্থা ?
Tech Mahindra 2.92%, NTPC 2.56%, Tata Steel 2.22%, Maruti Suzuki 2.14%, Infosys 2%, Power Grid 1.37%, Axis Bank 1.23%, Reliance 0.86%, Titan Company 0.86 শতাংশে বন্ধ হয়েছে।
Stock Market Closing: কোন স্টকে আজ বড় পতন ?
পতনশীল স্টকগুলির মধ্যে আজ ছিল সান ফার্মা ১.৪৫%, আল্ট্রাটেক সিমেন্ট ১.২৮%, ভারতী এয়ারটেল ১.১১%, টাটা মোটরস ১.০১%, কোটাক মাহিন্দ্রা ০.৮৯%, বাজাজ ফিন্যান্স ০.৫১% শতাংশ কমেছে।
Share Market Update: বিনিয়োগকারীদের বড় লাভ
আজ শেয়ারবাজারে দর্শনীয় উত্থানের সুবাদে বিনিয়োগকারীদের সম্পদে উচ্ছ্বাস দেখা গেছে। BSE-তে বিনিয়োগকারীদের বাজার মূলধন 271.82 লক্ষ কোটি টাকায় চলে গিয়েছেল। যা তার প্রথম ট্রেডিং সেশনে 271.71 লক্ষ কোটি টাকায় বন্ধ হয়েছে বাজার। বিগত কিছু সপ্তাহে বাজার সময়ে সময়ে কিছু দিন ছুটি থাকার কারণে বিনিয়োগকারীরা কিছুটা হতাশ হচ্ছিলেন। এদিন সুযোগ পেয়ে সেই গচ্ছিত টাকা ব্যবহার করেছেন তাঁরা। যার ফলে বাজারে বিনিয়োগ বেড়েছে।
আরও পড়ুন : Aadhaar Card: কোন মোবাইল নম্বরে লিঙ্ক রয়েছে আধার, ভুলে গেলে জেনে নিন এইভাবে