Stock Market Closing: টানা ৪ দিন বুল রান বাজারে, বৃহস্পতিতে কী অঘটন ? কততে যেতে পারে নিফটি ?
Share Market: শুক্রবার থেকে শুরু হয়েছে দৌড়। চলতি সপ্তাহে বুধবার ধরে টানা ৪টি ট্রেডিং সেশনে সবুজে দৌড় থামাল বুলরা। যার ফলে দীপাবলির আবহে এখন ১৮,০০০ ছোঁয়ার অপেক্ষায় নিফটি।
Share Market: শুক্রবার থেকে শুরু হয়েছে দৌড়। চলতি সপ্তাহে বুধবার ধরে টানা ৪টি ট্রেডিং সেশনে সবুজে দৌড় থামাল বুলরা। যার ফলে দীপাবলির আবহে এখন ১৮,০০০ ছোঁয়ার অপেক্ষায় নিফটি। বিশেষজ্ঞরা বলছেন, মুহুরতের দিন পর্যন্ত থাকতে পারে এই গতি।
Stock Market Closing: কততে বন্ধ হয়েছে বাজার ?
পরিসংখ্যান বলছে, চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনে ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বগতিতে বন্ধ হয়েছে। দীপাবলির আগে বিনিয়োগকারীরা বাজারে কেনাকাটা করায় বেড়েই চলেছে সূচক। আজ ব্যাঙ্কিং, এমএফসিজি খাতে বিনিয়োগকারীদের কেনার কারণে মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক ১৪৬ পয়েন্ট বেড়ে ৫৯,১০৭ পয়েন্ট বেড়েছে। গতির সঙ্গে তাল মিলিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি। আজ লেনদেন শেষে ৩০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৫১৬ পয়েন্টে বন্ধ হয়েছে নফটির সূচক।
Share Market: আজ কী অবস্থা ছিল বাজারে ?
বাজার সবুজে বন্ধ হলেও অনেক স্টকে পরের দিকে পতন ঘটেছে। মোট ৬৬৭১টি শেয়ার লেনদেন হয়েছে আজ। যার মধ্যে ১৬৫২টি শেয়ার বৃদ্ধির সঙ্গে ও ১৭৬১টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। তবে ১৫৮টি শেয়ারের ক্ষেত্রে কোনও পরিবর্তন দেখা যায়নি। হিসেব বলছে, আজ ২২৮টি শেয়ারে আপার সার্কিট লেগেছে। যেখানে ১৪৬টি শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ রয়েছে। বিনিয়োগকারীদের সম্পদের সামান্য বৃদ্ধি ঘটেছে। বিএসইতে তালিকাভুক্ত শেয়ারের বাজার মূলধন বেড়েছে ২৭৪.৬৭ বিলিয়ন ডলার।
Stock Market Live: কোন খাতের কী অবস্থা ?
আজ বাজারে ব্যাঙ্কিং, ফার্মা, এফএমসিজি সেক্টরের শেয়ার বেড়েছে। যদিও অটো, আইটি, মেটাল, এনার্জি প্রভৃতি খাতের শেয়ারে প্রফিট বুকিং দেখা গেছে। মিড ক্যাপ ও ছোট ক্যাপ সূচকগুলি সামান্য বেড়েছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে, মাত্র ১৮টি শেয়ার লাভের সঙ্গে বন্ধ হয়েছে ও ৩২টি শেয়ারে পতন ঘটেছে। পাশাপাশি সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ১০টি শেয়ার লাভের সঙ্গে বন্ধ হয়েছে। বাকি ২০টি শেয়ার বন্ধ হয়েছে লসে৷
Stock Market Closing: আজ বেড়েছে এই স্টকগুলি
আমরা ক্রমবর্ধমান স্টকগুলির দিকে তাকালে দেখব, আজ নেসলে 2.14 শতাংশ, এইচডিএফসি 2.13 শতাংশ, রিলায়েন্স 1.88 শতাংশ, আইটিসি 1.79 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 1.69 শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক 1.02 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.89 শতাংশ, পাওয়ার গ্রিড 0.68 শতাংশ বেড়েছে।
Share Market: আজ কমেছে এই শেয়ারগুলি
আজ পতনের মুখ দেখেছে এনটিপিসি 1.77 শতাংশ, এসবিআই 1.64 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 1.54 শতাংশ, এইচসিএল টেক 1.41 শতাংশ, ডাঃ রেড্ডি 1.12 শতাংশ, ইনফোসিস 1.03 শতাংশ, মারুতি সুজুকি 0.92 শতাংশ কমেছে।