Infosys Narayana Murthy: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির
Narayana Murthy Gifts Shares:নারায়ণs মূর্তি এবং সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি। তাঁর স্ত্রী অপর্ণা কৃষ্ণণ। গত বছরের নভেম্বরে রোহন ও অপর্ণার ছেলে একাগ্রর জন্ম হয়েছে।
কলকাতা: মাত্র চার মাস বয়স। তখনই এই শিশুর সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ২৪০ কোটি টাকা। তার জেরে সম্ভবত এই শিশুই এখন ভারতের সর্বকনিষ্ঠ মিলিনিয়র। আর এই শিশুর ঠাকুর্দার নাম এনআর নারায়ণ মূর্তি- ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা। সম্প্রতি নারায়ণ মূর্তি (Narayana Murthy) তাঁর চার মাস বয়সের নাতিকে ইনফোসিসের (Infosys Share) কিছু অংশ শেয়ার উপহার দিয়েছেন , তারই বাজারমূল্য এখন ২৪০ কোটি।
নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি। তাঁর স্ত্রী অপর্ণা কৃষ্ণণ। গত বছরের নভেম্বরে রোহন ও অপর্ণার ছেলে একাগ্রর জন্ম হয়েছে। মূর্তি পরিবারে একাগ্র নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির নাতি-নাতনিদের মধ্যে তৃতীয়। ঋষি সুনক ও অক্ষতা মূর্তির ২ মেয়ে রয়েছে।
বিএসই-এর তথ্য অনুযায়ী নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছে এখন ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার রয়েছে। যা মোট শেয়ারের ০.০৪ শতাংশ অংশ। এর ফলে ইনফোসিসে নারায়ণমূর্তির নিজের অংশ ০.৪০ শতাংশ থেকে কমে ০.৩৬ শতাংশ হয়ে গেল। অফ-মার্কেটে এই শেয়ার হস্তান্তর হয়েছে। ১৯৮১ সালে সেই সময় মাত্র কয়েক হাজার টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল এই সংস্থা। এখন যা ভারতের দ্বিতীয় বৃহত্তম টেক-সংস্থা।
আরও পড়ুন: রাজীব কুমারকে সরাল কমিশন, তাঁর জায়গায় নতুন ডিজি কে ?