Rajeev Kumar Removed : রাজীব কুমারকে সরাল কমিশন, তাঁর জায়গায় নতুন ডিজি কে ?
Loksabha Election 2024 : ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে । ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরানো হল । নতুন ডিজি কে হবেন?
রুমা পাল, কলকাতা : ভোট ঘোষণা হয়েছে গত ১৬ মার্চ। সেদিনই দেশব্যাপী লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। ভোট ঘোষাণার সময়ই কমিশনের (Election Commission of India) তরফে জানিয়ে দেওয়া হয়, এবার নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে তারা অত্যন্ত সক্রিয় থাকবে। এবার শুরু থেকেই হিংসামুক্ত নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে কমিশন। এই ঘোষণার পর মাত্র ২ দিনের মাথাতেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (Rajeev Kumar, IPS )সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে । আর তার ঠিক ৩ মাসের মধ্যেই রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরানো হল রাজীব কুমারকে।
The Election Commission of India (ECI) has issued orders for the removal of the Home Secretary in six states namely Gujarat, Uttar Pradesh, Bihar, Jharkhand, Himachal Pradesh and Uttarakhand. Additionally, the Secretary of the General Administrative Department in Mizoram and… pic.twitter.com/DxvZPPlbNz
— ANI (@ANI) March 18, 2024
এবার প্রশ্ন, নতুন ডিজি কে হবেন? সূত্রের খবর, নতুন ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার অথবা রাজেশ কুমার। শুধু রাজীব কুমার নন, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণ করা হয়েছে বলে এএনআই সূত্রের খবর। মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি এসে পৌঁছেছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে । নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে রাজীব থাকতে পারবেন না। রাজ্য পুলিশের নতুন ডিজি দায়িত্ব না নেওয়া অবধি তাঁর দায়িত্ব সামলাবেন তাঁর ঠিক পরবর্তী পদের ব্যক্তি।
BJP র প্রতিক্রিয়া
এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এটা প্রত্যাশিত ছিল। রাজীব কুমারের নিয়োগের সময় থেকেই বিজেপি তার বিরোধিতা করেছিল। শমীকের মতে ' এখানে ব্যক্তি রাজীব কুমার বড় বিষয় নয়, রাজীব কুমার তৃণমূল কংগ্রেসের একটা ভাবনা, তাদের স্বেচ্ছাচারিতা, তাদের দখলদারির একটা প্রতিফলন মাত্র। রাজীব কুমারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস গোটা প্রতিক্রিয়াটাকে দখল করতে চায়। '
CPM এর প্রতিক্রিয়া
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল সিপিএমেরও। সোমবার রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, 'এটা তো স্বাভাবিক ও সঙ্গত। রাজীব কুমারকে যেদিন ডিজি করা হল, সেদিন সবাই বুঝেছিলেন, সবাই বলেছিলেন, আমরাও বলেছিলাম, ওকে তো নির্বাচনে কাজ করতে দেওয়া যাবে না, বিধিভঙ্গ...মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে ওঁকে ডিজি করেছেন ডিসেম্বর মাসে, যাতে জানুয়ারি মাস থেকে মাসদুয়েক, ওই শাহজাহানদের সম্পত্তির কাগজপত্র, তথ্য লোপাট করাবার কাজে লাগানো যায়'
আরও পড়ুন :
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, হাসপাতালে যুঝছেন ১৫ জন