ABP Ideas of India: এই তিন বিষয়ের ওপর নির্ভর করে দেশের উন্নতি, কী বললেন ইনফোসিসের নারায়ণ মূর্তি ?
ABP Ideas of India: দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে পারে ডিজিটালাইজেশন। এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়ার শীর্ষ সম্মেলনে এসে এই মন্তব্য করলেন ইনফোসিসসের এন আর নারায়ণ মূর্তি।
ABP Ideas of India: দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে পারে ডিজিটালাইজেশন (Digitalisation)। এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়ার (ABP Ideas of India) শীর্ষ সম্মেলনের প্রথম দিনে সেই নিয়ে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিসসের (Infosys) প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান (EMERITUS)এন আর নারায়ণ মূর্তি (N. R. Narayana Murthy)।
ABP Ideas of India: দেশ নিয়ে নারায়ণ মূর্তির ভাবনা
এদিন তিনি বলেন, ''কোনও দেশের উন্নয়ন তিনটি মাপদণ্ডের ওপর নির্ভর করে। যা দেশবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করে। প্রথম, উদ্ভাবন, দক্ষ ও সৎ শাসন।দ্বিতীয়, দেশের মানব উন্নয়ন সূচক। তৃতীয়, সমস্যার সমাধানের মাধ্যমে কীভাবে মানুষের আয় বাড়ানো যায়, সেই বিষয়ে ভাবনা।
ABP Ideas of India: ডিজিটালাইজেশনের পথেই উন্নতি
এদিনে দেশের উন্নতি প্রসঙ্গে সবার আগে মানব উন্নয়ন সূচকের বিষয়ে নিজের মত জানান ইনফোসিসসের (Infosys) প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান। 'এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়া'র(ABP Ideas Of India)শীর্ষ সম্মেলনে তিনি বলেন, মানব উন্নয়ন সূচকের উন্নয়ন হলে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাড়ি, বিচারব্যবস্থার মতো বিষয়। এন আর নারায়ণ মূর্তির মতে, ডিজিটালাইজেশন ছাড়া কখনোই একটি উন্নত ভারতের কল্পনা সম্ভব নয়।
ABP Ideas of India: প্রযুক্তি কি মানুষের বিকল্প হতে পারে ?
এদিনের অনুষ্ঠানে ক্লাউড প্রযুক্তির আবির্ভাবের সাথে IA, 5G নিয়েও আলোচনা হয়। যেখানে নারায়ণ মূর্তিকে মেশিন মানুষের বিকল্প হতে পারে কিনা জানতে চাওয়া হয়। যার উত্তরে ইনফোসিসের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান (EMERITUS) বলেন, ''আমি বিশ্বাস করি, এই প্রযুক্তিগুলি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে। মানুষ এই প্রযুক্তি থেকে উপকৃত হবে। আমাদের যুবকদের জন্য চাকরি বাড়বে। অটোমেশন ও কম্পিউটারাইজেশন সম্পর্কিত পুরোনো তথ্য এটি আগেই প্রমাণ করেছে।''
ABP Ideas of India: ব্যতিক্রমী কাজ করেছে কারা ?
এই বলেই অবশ্য থেমে থাকেননি নারায়ণ মূর্তি। তাঁর মতে, অন্যান্য দেশ এসব উন্নত প্রযুক্তির ভালো কাজে ব্যবহার করেছে। সেখানে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। ভারত কিছুটা হলেও এই বিষয়ে কাজ করছে। আজ, অনলাইন খুচরো, আবাসন, বিমা, ব্যাঙ্কিং, বিনোদন, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক মাধ্যমের মতো পরিষেবাগুলি দেশের মানুষ পাচ্ছে। তবে ডিজিটাইজেশনের দিক থেকে সরকার যে পরিষেবা দিচ্ছে তার ফলাফল তেমন ভালো হয়নি। তবে টেলিকমের জন্য স্যাম পিত্রোদা ও আধারের জন্য নন্দন নিলেকানির কাজটি এর মধ্যে ব্যতিক্রম।