Salary Hike: নতুন বছরে সুখবর, ফেব্রুয়ারি থেকেই বেতন বাড়বে এই টেক সংস্থার কর্মীদের
Infosys Salary Hike: ২০২৪-২৫ ত্রৈমাসিকে কর্মক্ষমতার ভিত্তিতে কর্মীদের ৮৫ শতাংশ গড়ে পারফরম্যান্স বোনাস দেওয়া হয়েছে। প্রথম ত্রৈমাসিকে ৮০ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল, এবারে তার থেকেও বেশি পেয়েছেন কর্মীরা।
Infosys: দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের কর্মীরা বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন কবে তাদের বেতন বাড়বে। বেশ কিছু বছর ধরে কর্মীদের বেতন বাড়েনি। এবারে নারায়ণ মূর্তির এই সংস্থা ফেব্রুয়ারি মাস থেকেই কর্মীদের বেতন বাড়াবে (Salary Hike) বলে জানিয়েছে। বিভিন্ন গ্রেডের কর্মীদের বেতন বাড়ানো হবে। বেতন বৃদ্ধির প্রথম পর্ব শুরু হবে ফেব্রুয়ারিতে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৩ সালের অক্টোবর মাস (Infosys Salary Hike) পর্যন্ত কাজের পরিবর্তিত মূল্যায়নের জন্য এই বেতন বাড়ানো হচ্ছে। জানুয়ারি ২০২৫ থেকেই বর্ধিত বেতন গণনা হবে বলে জানিয়েছে ইনফোসিস।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ইনফোসিসের কর্মীদের গ্রেড লেটার দেওয়া হয়েছিল। কত বেতন বাড়বে সেই বিষয়ে শুধু চিঠি দেওয়া হবে আগামী মাসে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার এবং পরামর্শদাতারা জে এল ৫ বিভাগের নিচের স্তরে রয়েছেন, এই কর্মীদেরও বেতন বাড়ানো হবে। ২০২৩ সালের নভেম্বর মাসেই শেষবার বাড়ানো হয়েছিল বেতন। জেএল ৬ কর্মীদের বেতন আগামী এপ্রিল মাস থেকে বাড়বে।
৮৫ শতাংশ গড় বোনাস দেওয়া হয়েছে দক্ষতার ভিত্তিতে
২০২৪-২৫ ত্রৈমাসিকে কর্মক্ষমতার ভিত্তিতে কর্মীদের ৮৫ শতাংশ গড়ে পারফরম্যান্স বোনাস দেওয়া হয়েছে। প্রথম ত্রৈমাসিকে ৮০ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল, এবারে তার থেকেও বেশি পেয়েছেন কর্মীরা। এর আগে ২০২১-২২ অর্থবর্ষে নগদ বাঁচাতে বেতন বৃদ্ধি বন্ধ করেছিল সংস্থা।
মুনাফা বাড়তে পারে ইনফোসিসের
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইনফোসিসের মুনাফা আরও বাড়তে পারে। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম সর্বনিম্ন ৮৬.৩৯ টাকায় পৌঁছেছে। সফটওয়্যার রপ্তানিতে এই মুদ্রার ওঠানামা থেকে ইনফোসিস লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এই কারণে আইটি সংস্থার কাছ থেকে অনেক কিছু আশা করছেন বিশেষজ্ঞরা। আর বেতন বৃদ্ধির খবর পাওয়ায় এই আশা আরও জোরালো হয়েছে।
ইনফোসিস সংস্থার ডেলিভারি এবং সেলস বিভাগের অন্তর্গত মিডিয়াম এবং জুনিয়র লেভেলের কর্মীদের জন্য বিপুল বোনাস ঘোষণা করেছিল সংস্থা গত নভেম্বর মাসেই। এই বিভাগ মূলত সংস্থার বেঙ্গালুরুর অফিসেই রয়েছে যেখানে মোট ৩.১৫ লক্ষ কর্মী কাজ করেন। সংস্থার পক্ষ থেকে একটি ইমেলে কর্মীদের জানানো হয়েছিল যে নভেম্বর মাসের বেতনের সঙ্গেই এই বোনাস যুক্ত করে কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে। সেই বোনাস পেয়েওছিলেন কর্মীরা।