Warren Buffet: উত্তরাধিকারীর নাম জানালেন ধনকুবের ওয়ারেন বাফেট, কে হবেন ৮২ লক্ষ কোটির সম্পত্তির মালিক ?
Warren Buffet Successor: ওয়ারেন বাফেট জানিয়েছেন, 'আমি আমার তিন সন্তানকেই সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আর হাওয়ি বাফেট আমার এই সাম্রাজ্যের দায়িত্ব বহনে সক্ষম'। তবে সমস্ত সম্পদ পাবেন না তাঁর সন্তানেরা।
Warren Buffet Successor: বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেরদের মধ্যে প্রথমেই নাম আসে ওয়ারেন বাফেটের। স্টক মার্কেটের সমস্ত বিনিয়োগকারীরাই তাঁর নাম জানেন। তাঁর পোর্টফোলিওর এখন মোট মূল্য দাঁড়িয়েছে ৮২ লক্ষ কোটি টাকা। এত বিপুল সম্পদের মালিক (Warren Buffet) তিনি কীভাবে হয়েছেন, সেই যাত্রাপথ প্রতিটি বিনিয়োগকারীর কাছে অন্যতম পাথেয়। এখন ৯২ বছর বয়সে এসে তাঁর এই সসাগরা সাম্রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করেছেন বাফেট। তিনি তাঁর সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের (Warren Buffet Successor) নেতৃত্ব তাঁর পুত্র হাওয়ি বাফেটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বহু বছর ধরে আলোচনার পরে ওয়ারেন বাফেট সম্প্রতি তাঁর যোগ্য উত্তরসূরি খুঁজে নিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, এই সিদ্ধান্ত নিতে ওয়ারেন বাফেটের অনেক সময় লেগেছে। কারণ তিনি এমন একজন উত্তরসূরি খুঁজছিলেন যিনি তাঁর ৮২ লক্ষ কোটির কর্পোরেট সম্পদকে নিজের নেতৃত্ব-দক্ষতার সাহায্যে পরিচালনা করবেন।
ওয়ারেন বাফেট জানিয়েছেন, 'আমি আমার তিন সন্তানকেই সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আর হাওয়ি বাফেট আমার এই সাম্রাজ্যের দায়িত্ব বহনে সক্ষম'। তিনি এও জানিয়েছেন যে তাঁর সমস্ত সম্পদের অধিকারী হবেন না তাঁর সন্তানেরা। হাওয়ি বাফেট ও তাঁর দুই ভাই-বোন সুশি ও পিটারকে বার্কশায়ার হ্যাথওয়ের মোট সম্পদের মধ্যে ১২০ বিলিয়ন পাউন্ড খরচ করতে হবে জনহিতকর কাজে।
অন্যদিকে ওয়ারেন বাফেটের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পরে হাওয়ি বাফেট জানান, 'আমি ৩০ বছর ধরে বার্কশায়ার সংস্থার বোর্ডের একজন ডিরেক্টরের ভূমিকা পালন করে এসেছি। বহু বছর ধরে আমি প্রশিক্ষণ পেয়ে আসছি, শিখেছি অনেক কিছু। বেশিরভাগ সময় আমি আমার বাবার কাজ লক্ষ্য করে এসেছি। তাই আমি এই নতুন দায়িত্বের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
২০১৩ সালে বার্কশায়ার হ্যাথওয়ের একজন নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে হাওয়ি বাফেটকে নিযুক্ত করেন ওয়ারেন বাফেট। আর এই নিয়োগ নিয়ে সমালোচনা কিংবা চর্চাও কম কিছু হয়নি। একজন হেজ-ফান্ড ম্যানেজার ওয়ারেনকে প্রশ্নও করেছিলেন যে হাওয়ি ব্যবসার কিছুই জানে না, সে শেয়ারেও কখনও বিনিয়োগ করেনি। এই অবস্থায় তাঁকে কীভাবে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হল ? উত্তরে বাফেট জানিয়েছিলেন যে, হাওয়ি যদি অযোগ্য হয় সিইও হিসেবে তাহলে বোর্ডের হাতে ক্ষমতা আছে তাঁকে অপসারণ করার। বোর্ড যদি মনে করে তাহলে তাই করতে পারে।
আরও পড়ুন: Gold Price: মকর সংক্রান্তির দিনে দাম কমল সোনার, আজ কিনলে কত সস্তায় পাবেন ?