IPO Listing: লিস্টিংয়েই ৪২ শতাংশ মুনাফা, বিনিয়োগকারীদের ভিড় ছিল এই IPO-তে
Gala Premium IPO Listing: গালা প্রিশিসনের আইপিও গতকাল বাজারে লিস্টিং হয়েছে ৭৫০ টাকায় যা কিনা ২২১ টাকা প্রিমিয়ামে লিস্টিং হয়েছে। অর্থাৎ এই আইপিওতে বিনিয়োগকারীরা পেয়েছেন ৪২ শতাংশ মুনাফা।
Gala Premium IPO Listing: গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং আইপিওর লিস্টিং হল বিপুল মুনাফায়। ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী সংস্থা গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিংয়ের (Gala Precision IPO) এই আইপিওতে ৪২ শতাংশ মুনাফা পেলেন বিনিয়োগকারীরা। গতকাল বাজারে দোলাচল থাকলেও গালা প্রিমিয়ামের এই আইপিওতে (IPO Listing) মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।
প্রতি লট আইপিওতে বিপুল মুনাফা
গালা প্রিশিসনের আইপিও গতকাল বাজারে লিস্টিং হয়েছে ৭৫০ টাকায় যা কিনা ২২১ টাকা প্রিমিয়ামে লিস্টিং হয়েছে। অর্থাৎ এই আইপিওতে বিনিয়োগকারীরা পেয়েছেন ৪২ শতাংশ মুনাফা। সংস্থার পক্ষ থেকে এই আইপিওর প্রাইসব্যান্ড ফিক্স করে রাখা ছিল ৫০৩ টাকা থেকে ৫২৯ টাকার মধ্যে। একটি আইপিওর লটে ছিল ২৮টি শেয়ার। অর্থাৎ এই আইপিওতে বিনিয়োগ করতে গেলে বিনিয়োগকারীদের ১৪,৮১২ টাকা খরচ করতে হত। এই আইপিওর লিস্টিং হওয়ার পরে এই একটি লট আইপিওর দাম হয়ে গিয়েছে ২১ হাজার টাকা। এর মানে একটি লটে বিনিয়োগকারীরা ৬১৮৮ টাকা মুনাফা হয়েছে।
বিভিন্ন দেশে গ্রাহক ছড়িয়ে আছে এই সংস্থার
গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং সংস্থা তৈরি হয়েছিল ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে। এই সংস্থা মূলত ডিস্ক, স্ট্রিপ স্প্রিং, কয়েল এবং স্পাইরাল স্প্রিং ও স্পেশাল ফাসেনিং সলিউশন প্রস্তুত করে থাকে। এই সংস্থা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির কাছে সরবরাহ করে থাকে গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং। ভারত ছাড়াও এই সংস্থার গ্রাহক ও ক্রেতারা ছড়িয়ে আছে জার্মানি, ডেনমার্ক, চিন, ইতালি, ব্রাজিল, আমেরিকা, সুইডেন, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে।
২০০ গুণেরও বেশি সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে
২ সেপ্টেম্বর বাজারে এসেছিল ১৬৭.৯৩ কোটি টাকার এই আইপিও, ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। এই আইপিওতে ১৩৫.৫৪ কোটি টাকার নতুন শেয়ার বাজারে ছেড়েছে সংস্থা। আর বাকি ৩২.৫৯ কোটি টাকার শেয়ার ছাড়া হয়েছে অফার ফর সেলের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিওতে ২৩২.৫৪ গুণ সাবস্ক্রাইব করেছেন। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও সাবস্ক্রাইব করেছেন ৯১.৯৫ গুণ। এই আইপিওর সাবস্ক্রাইপশন এক বড় রেকর্ড গড়ে দেয়। ২০০-রও বেশি সাবস্ক্রিপশন হওয়ার দরুন এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী আইপিও হয়ে উঠেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)