LIC IPO Review: আজ এলআইসি আইপিও কেনার শেষ সুযোগ, এই শেয়ার কিনলে লাভ না ক্ষতি ?
LIC IPO: বিশ্ব বাজারের অস্থিরতার সঙ্গে সঙ্গে গ্রে মার্কেটে প্রিমিয়াম পড়ছে অনবরত। তা সত্ত্বেও খুচরো বিনিয়োগকারী, পলিসি হোল্ডার ও সংস্থার কর্মীরা কিনেই চলেছেন LIC IPO।
LIC IPO: বিশ্ব বাজারের অস্থিরতার সঙ্গে সঙ্গে গ্রে মার্কেটে প্রিমিয়াম পড়ছে অনবরত। তা সত্ত্বেও খুচরো বিনিয়োগকারী, পলিসি হোল্ডার ও সংস্থার কর্মীরা কিনেই চলেছেন LIC IPO। আজই অবশ্য এই আইপিও কেনার শেষ দিন। দেশের বৃহত্তম বিমা কোম্পানির আইপিও কেনার বিষয়ে কী পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।
LIC IPO Review: আজই আইপিও কেনার শেষ দিন
আজ 9 মে 21,000 কোটি টাকার LIC IPO-তে সাবস্ক্রাইব করার শেষ দিন। রাষ্ট্রায়ত্ত কোম্পানির বিমা বিডিংয়ের পঞ্চম দিন 8 মে পর্যন্ত 1.79 বার সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও৷ 16.2 কোটি ইকুইটি শেয়ারের আইপিও হওয়া সত্ত্বেও 29.07 কোটি ইক্যুইটি শেয়ারের জন্য বিড পেয়েছে LIC।
LIC IPO : পলিসিহোল্ডাররা কত বিড করলেন ?
এই আইপিও কেনার ক্ষেত্রে এগিয়ে ছিলেন এলআইসির পলিসি হোল্ডার ও সংস্থার কর্মীরা। কোম্পানির সংরক্ষিত অংশ 5.04 বার সাবস্ক্রাইব করা হয়েছে। সংস্থার কর্মচারীরা বরাদ্দ কোটার 3.79 গুণ বিড করেছে। পাশাপাশি খুচরো বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করেছে 1.59 বার। অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের জন্য নির্ধারিত অংশের 1.24 গুণ বিড করেছে, যেখানে প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য সংরক্ষিত অংশটি 67 বার সাবস্ক্রাইব করা হয়েছে।
LIC IPO Review: দুর্বল বাজারের প্রভাব পড়বে কতটা ?
বর্তমানে ভারতীয় শেয়ার বাজারের দুর্বল অবস্থা আইপিওর প্রাথমিক বিনিয়োগে প্রভাব ফেলেছে। কোম্পানির শেয়ার গ্রে মার্কেটে 36 টাকা প্রিমিয়ামের লিড করছে, যা আগে ছিল 85 টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এলআইসি আইপিও জিএমপি আজ 36 টাকায় লিড করছে। যা গতকালের 60 টাকার গ্রে মার্কেট প্রিমিয়াম (জিএমপি) থেকে 24 টাকা কমে এসেছে। আগে 92 টাকা লেভেল পর্যন্ত স্কেল করার পরে এলআইসি আইপিওর জিএমপি ক্রমাগত হ্রাস পাচ্ছে। দুর্বল শেয়ার বাজারের কারণেই এই অবস্থা হয়েছে আইপিওর।।
বাজার বিশেষজ্ঞদের মতে, এলআইসি আইপিও জিএমপি আজ 36 টাকা, যার মানে গ্রে মার্কেট LIC আইপিও প্রায় 985 টাকা লেভেল (949 + 36 টাকা) তালিকাভুক্ত হওয়ার আশা করছে। যা 902 টাকার LIC আইপিও প্রাইস ব্যান্ড থেকে প্রায় 3 শতাংশ বেশি। ইক্যুইটি প্রতি শেয়ারের ক্ষেত্রে পড়বে 949 টাকা।
আরও পড়ুন : Home Loan EMI: গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা