LIC IPO-তে শনি-রবিবারও করতে পারবেন আবেদন, বিনিয়োগকারীদের জন্য দারুণ সুযোগ
LIC IPO-তে আবেদন করতে চান ? ব্যস্ততার কারণে এই কাজ করতে না পারলে আপনার জন্য রয়েছে সুখবর।
LIC IPO: LIC IPO-তে আবেদন করতে চান ? ব্যস্ততার কারণে এই কাজ করতে না পারলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার আপনি LIC র IPO-তে 7 মে শনিবার ও 8 মে রবিবারও আবেদন করতে পারবেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
LIC IPO: NSE প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি
সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এলআইসি আইপিওতে বিনিয়োগের বিষয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, এলআইসির আইপিওর জন্য বিডিং প্ল্যাটফর্মটি 4 মে থেকে 9 মে পর্যন্ত সকাল 10 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত খোলা থাকবে। শনি ও রবিবার 7 ও 8 মে সহ। অর্থাৎ, খোলা পাওয়া যাবে এই প্লাটফর্ম। আপনি এই সপ্তাহের ছুটিতে LIC-এর IPO-তে আবেদন করতে পারবেন।
LIC IPO সাবস্ক্রাইব করুন
এলআইসি আইপিও-র পরিসংখ্যান বলছে, দেশের প্রাইমারি মার্কেটে এলআইসির বৃহত্তম আইপিও পুরোপুরি সাবস্ক্রাইব করা হয়েছে। এলআইসি আইপিওর মাধ্যমে 16.2 কোটি ইক্যুইটি শেয়ার ইস্যু করেছিল কোম্পানি। বিনিয়োগকারীদের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর ১৬ কোটি ২৪ লাখ শেয়ারের জন্য বিড পাওয়া গেছে। সেই ক্ষেত্রে পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে 3.02, LIC কর্মীদের কোটা 2.14 ও খুচরো বিনিয়োগকারীদের কোটা 91 শতাংশ সাবস্ক্রাইব করা হয়েছে।
LIC IPO খুচরো বিনিয়োগকারীদের জন্য খোলা থাকবে ৯ মে পর্যন্ত
পুরো সাবস্ক্রাইব করা হয়ে গেলেও LIC-র IPO খুচরো বিনিয়োগকারীদের জন্য 9 মে পর্যন্ত খোলা থাকবে। এলআইসি আইপিওর মাধ্যমে 21,000 কোটি টাকা তুলতে চলেছে সরকার। LIC-এর প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার 902 থেকে 949 টাকা নির্ধারণ করা হয়েছে। আইপিও খোলার আগেই LIC-র স্টক এখন 65 টাকার প্রিমিয়ামে লেনদেন করছে৷
আরও পড়ুন : Railway Jobs: পূর্ব রেলে কাজের সুবর্ণ সুযোগ, অষ্টম-দশম শ্রেণি পাশ হলেই চাকরি