Swiggy IPO: এই দিনেই আসছে সুইগির আইপিও, প্রাইসব্যান্ড কত থাকছে ? জানাল সংস্থা
Upcoming IPO: এই প্রাইসব্যান্ড (Swiggy IPO) রাখা হয়েছে ৩৭১ টাকা থেকে ৩৯০ টাকার মধ্যে। আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই আইপিওর সাবস্ক্রিপশন।
IPO News: কয়েকদিন আগেই জানা গিয়েছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি তাদের আইপিও আনতে চলেছে বাজারে। জানা গিয়েছিল আগামী মাসেই আসছে এই আইপিও। আগামী ৬ নভেম্বর বাজারে আসবে সুইগির এই আইপিও। আর এরই মধ্যে সংস্থা জানাল আইপিওর (IPO News) প্রাইসব্যান্ড ঠিক কত থাকছে। এই প্রাইসব্যান্ড (Swiggy IPO) রাখা হয়েছে ৩৭১ টাকা থেকে ৩৯০ টাকার মধ্যে। আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই আইপিওর সাবস্ক্রিপশন।
শেয়ারপিছু প্রাইসব্যান্ড থাকছে ৩৭১-৩৯০ টাকার মধ্যে
বাজার থেকে এই আইপিওর মাধ্যমে সুইগি ১১,৭০০ কোটি টাকা সংগ্রহ করবে বলে জানিয়েছে। এই আইপিওর ইস্যু প্রাইস (Swiggy IPO) থাকছে ৩৯০ টাকা। আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সুইগির আইপিওর সাবস্ক্রিপশন। প্রোসাস এবং সফটব্যাঙ্ক এই আইপিওকে সহায়তা দেবে বলে জানা গিয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে (Swiggy IPO) বিনিয়োগ করতে পারবেন। ১১,৭০০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করবে সুইগি, এর মধ্যে ৪৫০০ কোটি টাকা সংগ্রহ করবে নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে এবং বাকি ৬৮০০ কোটি টাকা সংগ্রহ করবে অগফার ফর সেলের মাধ্যমে।
১১.৩ বিলিয়ন ভ্যালুয়েশন টার্গেট সংস্থার
ইস্যু প্রাইস অনুসারে এই সংস্থা ১১.৩ বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের টার্গেট দিয়েছে এই সংস্থা। এর আগে এই সংস্থার ভ্যালুয়েশন ছিল ১৫ ডলার। কয়েকদিন আগেই আইপিওর টার্গেট প্রাইস কমিয়েছে সংস্থা। হুন্ডাই মোটরস আইপিওর (Swiggy IPO) ২৭,৮৫৬ কোটি টাকার ইস্যুর পরে ২০২৪ সালে এই সুইগির আইপিও দ্বিতীয় বৃহত্তম আইপিও হতে চলেছে। ১৩ নভেম্বর স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার আইপিওর।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Credit Card: অনলাইন শপিং থেকে সোনা কেনা, ক্রেডিট কার্ডে দুরন্ত অফার দিচ্ছে এই ৩ ব্যাঙ্ক