IPO Update: গ্রে মার্কেটে ১৩ শতাংশ প্রিমিয়ামে চলছে এই আইপিও, কিনে রাখলে লাভ হবে ?
Teerth Gopicon IPO: প্রথম দিনেই সম্পূর্ণ বুকিং হয়ে গিয়েছে এই আইপিওর। সাবস্ক্রিপশন স্ট্যাটাস তাই বলছে। এই SME খাতের আইপিও কেনার জন্য বিনিয়োগকারীদের কাছেও খুবই চাহিদা দেখা যাচ্ছে।
Teerth Gopicon IPO: গতকাল সোমবারই বাজারে এসেছে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সংস্থার আইপিও। ৮ এপ্রিল শুরু হয়েছে তীর্থ গোপীকন লিমিটেডের আইপিওর সাবস্ক্রিপশন (Teerth Gopicon IPO)। SME খাতের এই আইপিওর সাবস্ক্রিপশন চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ গতকালই শেষ দিন। বিড করবেন ? লাভ হবে কি ?
বাজারে এসেছে নতুন আইপিও
প্রথম দিনেই সম্পূর্ণ বুকিং হয়ে গিয়েছে এই আইপিওর। সাবস্ক্রিপশন স্ট্যাটাস তাই বলছে। এই SME খাতের আইপিও (Teerth Gopicon IPO) কেনার জন্য বিনিয়োগকারীদের কাছেও খুবই চাহিদা দেখা যাচ্ছে। এই সংস্থা আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪৪.৩৯ কোটি টাকা তুলতে চাইছে। কেনার আগে দেখে নিন আজ এই সংস্থার আইপিওর জিএমপি কত যাচ্ছে, প্রাইসব্যান্ডই বা কত রয়েছে।
আইপিওর সাবস্ক্রিপশন স্ট্যাটাস
সোমবার বাজারে আসার পরেই এই আইপিও ১.০৯ বার সাবস্ক্রাইব হয়। বিডিং শুরুর দিনেই বিপুল সাড়া মিলেছে এই আইপিওতে (Teerth Gopicon IPO)। এই আইপিওর মাধ্যমে ৪১.২৪ লক্ষ ইকুইটি শেয়ার বাজারে ছেড়েছে তীর্থ গোপীকন সংস্থা। রিটেইল ক্যাটাগরিতে এই আইপিও ১.১২ বার সাবস্ক্রাইব হয়েছে। অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এর আইপিও ১.০৫ বার সাবস্ক্রাইব হয়েছে।
গ্রে মার্কেটে কত দাম যাচ্ছে
আজ গ্রে মার্কেটে ১৪ টাকা প্রিমিয়ামে ট্রেড করছে এই তীর্থ গোপীকনের আইপিও। অর্থাৎ এই শেয়ারের দাম ১২৫ টাকায় ১২.৬১ শতাংশ প্রিমিয়ামে চলছে এখন। ইস্যু প্রাইস রাখা হয়েছিল শেয়ার পিছু ১১১ টাকা।
এই আইপিওর বিশদ তথ্য
তীর্থ গোপীকনের আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪৪.০৪ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা। এর মধ্যে একেবারে নতুন ৪০ লক্ষ শেয়ার রয়েছে।
৮ এপ্রিল এই সংস্থার আইপিওর বিডিং শুরু হয়েছে আর চলবে আগামীকাল অর্থাৎ ১০ এপ্রিল পর্যন্ত। ১২ এপ্রিল হবে এই আইপিওর (Teerth Gopicon IPO) অ্যালটমেন্ট। আর আগামী ১৬ এপ্রিল NSE SME এক্সচেঞ্জে এই শেয়ার তালিকাভুক্ত হবে।
শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ১১১ টাকা প্রতি শেয়ারে। এটি স্থির দাম ধার্য হয়েছে। একটি লটে রাখা হয়েছে ১২০০টি শেয়ার। ফলে যে সমস্ত খুচরো বিনিয়োগকারী এই আইপিও কিনতে চাইছেন, তাঁদের এক লট কেনার জন্য খরচ হবে ১,৩৩,২০০ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Swiggy IPO: আইপিওর আগে সুইগির নাম বদল, এবার পাবেন এই পরিচয়ে