search
×

Upcoming IPO: ৫০০০ কোটি টাকার আইপিও আনবে এই সংস্থা, অনুমোদন দিল সেবি

Aadhar Housing Finance IPO: সেবি সম্প্রতি এই বড় সাইজের আইপিওকে অনুমোদন দিয়েছে। এই অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ সালেই বাজারে আইপিও আনবে আধার হাউজিং ফিনান্স।

FOLLOW US: 
Share:

Aadhar Housing Finance IPO: সম্প্রতি সেবির অনুমোদন পেয়েছে আধার হাউজিং ফিনান্স। এবার বাজারে আইপিও আনতে চলেছে এই সংস্থা। আবাসন খাতের এই হোম ফিনান্স সংস্থা ৫০০০ কোটি টাকাফ্র ইস্যু বাজারে আনতে চলেছে বলেই জানা গিয়েছে। বিগত ২ ফেব্রুয়ারি বাজার নিয়ন্ত্রক সেবির কাছে আইপিও (Upcoming IPO) আনার আবেদন জমা করেছিল আধার হাউজিং ফিনান্স (Aadhar Housing Finance IPO)। আর এই সংস্থার পিছনে রয়েছে ব্ল্যাকস্টোনের মত তাবড় সংস্থার সাপোর্ট। কবে আইপিও আসবে ?

আইপিওর মাধ্যমে অংশীদারিত্ব বিক্রি করবে ব্ল্যাকস্টোন

সেবি সম্প্রতি এই বড় সাইজের আইপিওকে অনুমোদন দিয়েছে। এই অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ সালেই বাজারে আইপিও আনবে আধার হাউজিং ফিনান্স। হোম ফিনান্স সংস্থার এই আইপিওতে একইসঙ্গে থাকবে ১০০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু এবং ৪০০০ কোটি টাকার শেয়ার (Upcoming IPO) বিক্রি করা হবে অফার ফর সেলে। আর আধার হাউজিং ফিনান্স (Aadhar Housing Finance IPO) সংস্থার এই শেয়ারের মাধ্যমে নিজের অংশীদারিত্ব বিক্রি করবে ব্ল্যাকস্টোন সংস্থা। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে ভবিষ্যতে ব্যবসার মূলধন তৈরি করবে এই সংস্থা। এই আইপিওর উপদেষ্টা হিসেবে আছে আইসিআইসিআই সিকিউরিটিজ, কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, নোমুরা, সিটি ও এসবিআই ক্যাপিটাল।

এর আগেও আইপিওর অনুমোদন পেয়েছিল এই সংস্থা

এটাই প্রথম নয়, এর আগেও ২০২২ সালের মে মাসে সেবির তরফ থেকে আইপিও আনার অনুমোদন পেয়েছিল আধার হাউজিং ফিনান্স সংস্থা। ২০২১ সালের জানুয়ারি মাসে আইপিওর (Aadhar Housing Finance IPO) জন্য সমস্ত তথ্য ও নথি জমা করেছিল এই সংস্থা। সেবি অনুমোদনও দিয়েছিল ২০২২ সালে। তবে যেহেতু এক বছরের মধ্যে তাঁরা আইপিও (Upcoming IPO) আনতে পারেনি, তাই সেই অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফলে আবার নতুন করে এই বছর আবেদন করতে হয়েছে আধার হাউজিং ফিনান্সকে। ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও সিইও জোনাথন গ্রে সম্প্রতি ভারত সফরে এসে জানান যে, এই সংস্থা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। ভবিষ্যতে এই আধার হাউজিং ফিনান্স সংস্থা ইনফ্রাস্ট্রাকচার, ইকুইটি ও ঋণ খাতেও প্রবেশ করবে।

আইপিও আনবে বাজাজ হাউজিং ফিনান্সও

হাউজিং ফিনান্স সংস্থাগুলির মধ্যে আরেকটি বড় সংস্থা বাজাজ হাউজিং ফিনান্সও তাঁদের আইপিও আনার তোড়জোড় শুরু করেছে ইতিমধ্যেই। বাজাজ ফিনান্সের (Bajaj Housing Finance IPO) সাবসিডিয়ারি সংস্থা বাজারে প্রায় ৮০০০ কোটি টাকার আইপিও আনতে চলেছে। গত বছর বাজারে আইপিও এনেছিল এমনই আরেকটি সংস্থা যার নাম ইন্ডিয়া শেলটার ফাইন্যান্স। ১২০০ কোটি টাকা সংগ্রহ করেছিল এই সংস্থা আইপিওর মাধ্যমে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Petrol Price: আজ জ্বালানি তেলের দামে কী হেরফের ? রাজ্যের কোথায় সস্তা হল পেট্রোল ডিজেল ?

Published at : 06 Apr 2024 02:26 PM (IST) Tags: SEBI Upcoming IPO Aadhar Housing Finance Aadhar Housing Finance Share

সম্পর্কিত ঘটনা

Share Market This Week: আগামী সপ্তাহে আসছে এই আইপিওগুলি, কোনটিতে বিনিয়োগে আপনার লাভ

Share Market This Week: আগামী সপ্তাহে আসছে এই আইপিওগুলি, কোনটিতে বিনিয়োগে আপনার লাভ

Coca-Cola IPO: ভারতেও IPO আনবে কোকা-কোলা, বন্ধ করল এই ব্যবসা

Coca-Cola IPO: ভারতেও IPO আনবে কোকা-কোলা, বন্ধ করল এই ব্যবসা

Vraj Iron and Steel IPO: আজই বিনিয়োগের শেষ সুযোগ ব্রজ আয়রন আইপিওর, গ্রে মার্কেটে কত দাম চলছে ?

Vraj Iron and Steel IPO: আজই বিনিয়োগের শেষ সুযোগ ব্রজ আয়রন আইপিওর, গ্রে মার্কেটে কত দাম চলছে ?

Upcoming IPO: আগামী সপ্তাহে ৯টি আইপিও আসছে বাজারে, লাভ পেতে পারেন কোনটিতে ?

Upcoming IPO: আগামী সপ্তাহে ৯টি আইপিও আসছে বাজারে, লাভ পেতে পারেন কোনটিতে ?

Upcoming IPO: ২৫ হাজার কোটির আইপিও আনবে এই গাড়িনির্মাতা সংস্থা, ছুটবে অটো সেক্টর ?

Upcoming IPO: ২৫ হাজার কোটির আইপিও আনবে এই গাড়িনির্মাতা সংস্থা, ছুটবে অটো সেক্টর ?

বড় খবর

Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?

Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?

NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী

NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী

Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল

Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল

Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর

Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর