Upcoming IPO: ১০ হাজার কোটির আইপিও আনছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা, এলআইসির পর বড়সড় ডেবিউ হবে ?
NTPC Green IPO: ২০২৫ সালের মধ্যেই এই সংস্থার আইপিও এসে যাবে ভারতের বাজারে। এখন ৮ গিগাওয়াট প্ল্যান্ট নিয়েই কাজ করছে এনটিপিসি গ্রিন। তবে পরে এই ক্ষমতা ২৫ গিগাওয়াট পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে।
Share Market: এই বছরের শুরু থেকেই যেন পরপর নতুন নতুন আইপিও এসেই যাচ্ছে ভারতের বাজারে। বিনিয়োগকারীরাও এই ছোট মাপের এইসব আইপিওতে (Upcoming IPO) সাড়া দিচ্ছেন। ভাল রিটার্ন আসছে আইপিও থেকে। তবে আইপিওর বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও পিছিয়ে নেই। এবার এনটিপিসি গ্রিন এনার্জি (NTPC Green Energy IPO) আনতে চলেছে তাঁদের আইপিও। ছোটখাটো নয়, ১০ হাজার কোটির আইপিও আনতে চলেছে এই সংস্থা।
এলআইসির পর ফের বড় আইপিও
২০২২ সালে বাজারে লঞ্চ হওয়া এলআইসির আইপিওর (Upcoming IPO) পর এই নিয়ে দ্বিতীয়বার পাবলিক সেক্টর কোম্পানির একটি বিশাল মাপের আইপিও আসছে বাজারে। আর এই আইপিওর মাধ্যমে বাজার থেকে সংগৃহীত টাকা সোলার এনার্জি, গ্রিন হাইড্রোজেন, গ্রিন অ্যামোনিয়া তৈরির কাজে ব্যয় করবে সংস্থা। ইতিমধ্যেই চারটি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কথা হয়ে গিয়েছে এই আইপিও নিয়ে।
আরও অনেক ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক চেষ্টায় ছিল আইপিও নিয়ে
সূত্রের খবরে জানা যাচ্ছে যে, ১২টি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এই আইপিওর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। তবে এদের মধ্যে থেকে এনটিপিসি গ্রিন এনার্জি (NTPC Green Energy IPO) শুধুমাত্র আইডিবিআই ক্যাপিটাল মার্কেটস, এইচডিএফসি ব্যাঙ্ক, আইআইএফএল সিকিউরিটিজ, নুভামা ওয়েলথ ম্যানেজমেন্টকে বেছে নিয়ে এই আইপিওর জন্য। গোল্ডম্যান স্যাকস, অ্যাক্সিস ক্যাপিটাল, আইসিআইসিআই সিকিউরিটিজ, ড্যাম ক্যাপিটাল ইত্যাদি সংস্থাও এই দৌড়ে পিছিয়ে নেই।
এনটিপিসি গ্রিন এনার্জির ব্যবসা
২০২২ সালের এপ্রিল মাসে তৈরি হয়েছিল এনটিপিসি গ্রিন এনার্জি সংস্থা, এই সংস্থা সম্পূর্ণভাবে এনটিপিসির অধীনস্থ সহায়ক সংস্থা। এনটিপিসি (NTPC Green Energy IPO) এই সংস্থার ২০ শতাংশ শেয়ার কোনও বড় বিনিয়োগকারীকে দিয়ে রেখেছে। মালয়েশিয়ার বিখ্যাত শক্তি-উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস এতে ৪৬০ মিলিয়ন ডলার স্টেক নেওয়ার জন্য বিড করেছে। তবে এনটিপিসি জানিয়েছে যে তাঁরা এই স্টেক বিক্রি করতে রাজি নয়।
২৫ গিগাওয়াট শক্তি উৎপাদন করবে এনটিপিসি
এনটিপিসি গ্রিন এনার্জির সিইও মোহিত ভার্গব সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ২০২৫ সালের মধ্যেই এই সংস্থার আইপিও এসে যাবে ভারতের বাজারে। এখন ৮ গিগাওয়াট প্ল্যান্ট নিয়েই কাজ করছে এনটিপিসি গ্রিন। তবে পরে এই ক্ষমতা ২৫ গিগাওয়াট পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে। এর আগে ২০২২ সালে এলআইসি সংস্থা ২১ হাজার কোটি টাকার আইপিও নিয়ে এসেছিল বাজারে। তারপর IREDA-র আইপিওতেও বিনিয়োগকারীদের ভাল সাড়া মিলেছিল। এবার আরেকটি বড়সড় আইপিও আসতে চলেছে। এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও হয়ে উঠবে এলআইসির পর দ্বিতীয় বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থার আইপিও।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।