Israel-Iran Conflict: ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু ! ভারতে লাফিয়ে বাড়বে পেট্রোল-ডিজেলের দাম ?
Petrol Diesel Price: দ্রুত গতিতে বাড়লে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price)। শীঘ্রই এর প্রভাব পড়বে ভারতের বাজারে।
Petrol Diesel Price: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) এখনও শেষ হয়নি। নতুন করে সমস্যা তৈরি করেছে ইজরায়েলের গাজায় আক্রমণ। এর মাঝেই এবার পশ্চিম এশিয়ায় বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে ইরান-ইজরায়েল যুদ্ধ (Israel-Iran Conflict)। যার ফলে দ্রুত গতিতে বাড়লে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price)। শীঘ্রই এর প্রভাব পড়বে ভারতের বাজারে।
এবার কী তৃতীয় বিশ্বযুদ্ধ
ভূ-রাজনৈতিক উত্তেজনা আবারও চরমে। ইরান ও ইজরাইল প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে। পশ্চিম এশিয়ায় সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে। এই উত্তেজনার প্রভাব সারা বিশ্বে দেখা যায়। ভারতেও এই সংকট জনগণের পকেটে প্রভাব ফেলতে পারে।
বর্তমানে অপরিশোধিত তেলের দাম এত বেশি
শুক্রবার, ব্রেন্ট ক্রুড ফিউচার 71 সেন্ট শক্তিশালী হয়ে ব্যারেল প্রতি 90.45 ডলারে পৌঁছেছে। একই সময়ে আমেরিকান ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 64 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি 85.66 ডলারে পৌঁছেছে। যদিও সাপ্তাহিক ভিত্তিতে উভয়ের দামে সামান্য নমনীয়তা রেকর্ড করা হয়েছিল, তবে অপরিশোধিত তেলের দাম ডলার প্রতি 100 টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইরান ইজরায়েল আক্রমণ করতেই এই আশঙ্কা
পুরো সপ্তাহের দিকে তাকালে দেখা যাবে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ১ শতাংশের বেশি। হামলার আশঙ্কায় সপ্তাহের শেষ দিকে দাম বাড়তে থাকে। এরপর শনিবার গভীর রাতে ইজরায়েলের ওপর ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় ইরান। এই হামলায় ইজরায়েলের সামান্য ক্ষতি হলেও এখন পশ্চিম এশিয়ায় সরাসরি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বেড়েছে।
ভারত এখনও আমদানির ওপর নির্ভরশীল
ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে না পারলে অপরিশোধিত তেলের দামের ওপর সরাসরি প্রভাব পড়বে এটা নিশ্চিত। যুদ্ধ শুরু হলে বা উত্তেজনা বাড়লে অশোধিত তেল আবারও বহুদিন পর প্রতি বিলিয়ন ডলারে ১০০ ডলারের স্তর অতিক্রম করতে পারে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে ভারত আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে, কারণ ভারত তার জ্বালানি চাহিদা মেটাতে তার অপরিশোধিত তেলের প্রায় 90 শতাংশ অন্যান্য দেশ থেকে কিনে থাকে।
এর প্রভাব পড়তে পারে ডিজেল-পেট্রোলে
অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে গেলে ভারতের সাধারণ মানুষও ক্ষতির সম্মুখীন হতে পারে। অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতে বাড়তে পারে ডিজেল ও পেট্রোলের দাম। এমন পরিস্থিতিতে নির্বাচনের মরসুমে ডিজেল-পেট্রোল নিয়ে সাধারণ মানুষ যে স্বস্তি পেয়েছিল, তা হয়তো কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে যেতে পারে।
Viral News: ক্যানসারে আক্রান্ত মহিলাকে কাজে যোগের চাপ ,বস বক্তব্য়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া