Life Certificate: লাইফ সার্টিফিকেট জমা এখন আরও সহজ, 'ফেস অথেন্টিকেশন' করবেন কীভাবে
Jeevan Praman Patra: মূলত, পেনশন প্রাপ্ত ব্যক্তি বেঁচে আছেন কি না তা নিশ্চিত করতেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলে সরকার।
Jeevan Praman Patra: সারাদেশের কোটি কোটি পেনশনভোগীকে প্রতি বছর অক্টোবর ও নভেম্বর মাসে তাদের জীবন প্রমাণ পত্র (Life Certificate) জমা দিতে হয়। যদি তারা তা না করেন, তবে তাঁদের পেনশন বন্ধ করে দেওয়া হয়। ফলে এই সার্টিফিকেট জমা দেওয়ার পরেই তা পুনরায় চালু করা হয়। সুপার সিনিয়র অর্থাৎ 80 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা 1 অক্টোবর থেকে তাদের জীবন শংসাপত্র জমা দিতে পারেন। যেখানে 60 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য এই প্রক্রিয়াটি 1 নভেম্বর, 2023 থেকে শুরু হবে।
'ফেস অথেন্টিকেশন'-এর সাহায্যে জীবন শংসাপত্র জমা দিন
মূলত, পেনশন প্রাপ্ত ব্যক্তি বেঁচে আছেন কি না তা নিশ্চিত করতেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলে সরকার। প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য Department of Pension and Pensioners' Welfare (DoPPW)'ফেস অথেন্টিকেশন'-এর সাহায্যে পেনশন জমা দেওয়ার সুবিধা প্রদান শুরু করেছে। 25 সেপ্টেম্বর, 2023-এ জারি করা বিজ্ঞপ্তিতে DoPPW বিভিন্ন ব্যাঙ্ককে মুখের যাচাইকরণে প্রযুক্তি ব্যবহার করতে বলেছে।
এইভাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনার জীবন শংসাপত্র জমা দিন
1. এর জন্য প্রথমে Google Play Store এ যান এবং ‘Aadhaar Face RD (Early Access) Application’ ডাউনলোড করুন।
2. এর পরে আপনাকে জীবন প্রমাণ পত্র অ্যাপটিও ডাউনলোড করতে হবে।
3. পরবর্তী এই অ্যাপে আপনার সব ব্যক্তিগত বিবরণ যেমন আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি লিখুন।
4. তারপর সাবমিট অপশনে ক্লিক করুন।
5. এরপর আপনি আপনার মোবাইল নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে OTP পাবেন, এটি লিখুন।
6. পরবর্তীতে আপনাকে আধার স্ক্যান অপশনে ক্লিক করতে হবে।
7. এর পরে অ্যাপটি আপনাকে মুখ স্ক্যানের অপশনের জিজ্ঞাসা করবে যা আপনাকে প্রবেশ করতে হবে।
8. এই পর্বে Yes অপশনে ক্লিক করে আপনার মুখ স্ক্যান করা হবে।
9. শেষে জীবন শংসাপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শংসাপত্র আইডি এবং পিপিও নম্বর স্ক্রিনে দেখতে পাবেন।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 2.0 নভেম্বর থেকে শুরু হবে
সারা দেশে কেন্দ্রীয় সরকারের প্রায় 69.76 লক্ষ পেনশনভোগী রয়েছেন। পেনশনভোগীদের সুবিধার্থে DoPPW 1 থেকে 30 নভেম্বর, 2023 পর্যন্ত দেশব্যাপী প্রচার শুরু করতে চলেছে৷ এর মাধ্যমে 100টি শহরে 50 লাখেরও বেশি পেনশনধারককে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দিতে উত্সাহিত করা হবে৷ সরকার এই ক্যাম্পেইনের মাধ্যমে পেনশনভোগীদের সহজে তাদের জীবন প্রমাণপত্র জমা দেওয়ার সুবিধা দেওয়ার চেষ্টা করছে।
Recurring deposit: ৫ বছরের রেকারিংয়ে কোথায় বেশি লাভ ? পোস্ট অফিস, এসবিআই না এইচডিএফসি ব্যাঙ্ক !