Jobs in India: ৩০০ বিদেশি সংস্থাকে আনার পরিকল্পনা, ৩.৫ লক্ষ চাকরি হবে এই রাজ্যে
Job Opportunity: ২০৩০ সাল পর্যন্ত সমস্ত সেক্টরে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে কর্ণাটক সরকার। এই প্রকল্পের মাধ্যমে কর্ণাটক একটি বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে তাঁর স্থানকে আরও মজবুত করে তুলবে।
Job Opening: দেশের অর্থনীতি খুব দ্রুত বদলে যাচ্ছে। আর সেই বদলের সঙ্গে পাল্লা দিতে রাজ্যগুলিও নিজ স্তরে প্রচেষ্টা চালাচ্ছে। ভারত যখন ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে, সেই সময় গুজরাত ও উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিও (Job Opening) ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে চালিত হচ্ছে। আর এই ধারাবাহিকতা থেকে বাদ পড়েনি কর্ণাটকও। এই রাজ্য বিদেশি সংস্থাগুলিকে আকৃষ্ট করতে আকর্ষণীয় সুযোগ দিচ্ছে। আর এভাবেই সেই রাজ্যে প্রচুর চাকরি (Jobs in India) হতে পারে বলে জানা গিয়েছে। কাজ পেতে পারেন ৩.৫ লক্ষ মানুষ।
গ্লোবাল ক্যাপিবিলিটি সেন্টারের সংখ্যা দ্বিগুণ করার চেষ্টা
কর্ণাটক সরকার গ্লোবাল আউটসোর্সিংকে উন্নীত করেও তোলার জন্য অফিস ভাড়ার খরচ, পেটেন্ট ফি সহ আরও অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় দিতে চলেছে। কর্ণাটক সরকারের পরিকল্পনা হল আগামী ২০৩০ সালের মধ্যে এই রাজ্যে গ্লোবাল ক্যাপিবিলিটি সেন্টারের সংখ্যা দ্বিগুণ করে হাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এর ফলে লক্ষাধিক কাজের সুযোগ গড়ে উঠবে। শুক্রবার এই সংক্রান্ত খসড়া নীতিমালা উন্মোচন করা হয়। সরকার আশা করছে যে এই নতুন কেন্দ্রগুলি থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার আয় হবে রাজ্যের।
ফোর্বসের ২ হাজার সংস্থাকে আনার চেষ্টা রাজ্যে
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার সমাজমাধ্যমে লিখেছেন যে কর্ণাটক সরকার ফোর্বসের তালিকাভুক্ত ২ হাজার কোম্পানির প্রায় ১৫ শতাংশ কর্ণাটকে আনতে চাইছে। ২০৩০ সাল পর্যন্ত সমস্ত সেক্টরে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে কর্ণাটক সরকার। এই প্রকল্পের মাধ্যমে কর্ণাটক একটি বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে তাঁর স্থানকে আরও মজবুত করে তুলবে। বর্তমানে দেশে প্রায় ১৭০০ জিসিসি রয়েছে, এর মাধ্যমে চাকরি পেয়েছেন ১৯ লক্ষ মানুষ।
জিসিসি কর্মীর সংখ্যা বেড়ে হবে ২৮ লক্ষ
তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকমের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ২০৩০ সালের মধ্যে দেশে জিসিসির সংখ্যা প্রায় ২২০০ হতে পারে এবং এর মাধ্যমে প্রায় ২৮ লক্ষ লোককে চাকরি দেওয়া হবে। দেশের প্রায় এক তৃতীয়াংশ জিসিসি রয়েছে বেঙ্গালুরুতে। এর পাশাপাশি ম্যাঙ্গালোর, মহীশূর, তুমকুরুতে এই জিসিসি খোলা হবে আগামী ২০৩০ সালের মধ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।