Kia Carens launched: ৮.৯৯ লক্ষ টাকা থেকে দাম শুরু, এসে গেল কিয়া ক্যারেন্স
Kia Carens launched: ৮.৯ লক্ষ টাকা থেকে দাম শুরু কিয়া ক্যারেন্সের (Kia Carens)। এই নিয়ে দেশে চতুর্থ গাড়ি লঞ্চ করল কিয়া।
Kia Carens launched: অবশেষে ভারতের বাজারে কিয়া ক্যারেন্স লঞ্চ করে দিল কোম্পানি। ৮.৯৯ লক্ষ টাকা থেকে দাম শুরু কিয়া ক্যারেন্সের (Kia Carens)। এই নিয়ে দেশে চতুর্থ গাড়ি লঞ্চ করল কিয়া। ক্যারেন্সকে RV বলছে কোম্পানি। কিয়ার মতে, এটি একটি MPV ও SUV-র সংমিশ্রণ।
Kia Carens launched: কী ইঞ্জিন গাড়িতে ?
দেশের বাজারে কিয়া প্রিমিয়াম, প্রেস্টিজ, প্রেস্টিজ প্লাস, লাক্সারি ও লাক্সারি প্লাস নামে পাঁচটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। এই গাড়িতে 1.5l পেট্রল ইঞ্জিন দিয়েছে কিয়া। যাতে 115hp রয়েছে। এটি একটি 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সে চলে। এই ছাড়াও রয়েছে 1.4l টার্বো পেট্রল। যা 140hp/242Nm টর্ক দেয় গাড়িতে। যাতে আপনি পাবেন একটি 6স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এ ছাড়াও রয়েছে প্যাডেল শিফটার-সহ একটি 7 স্পিড DCT অটোমেটিক গিয়ারবক্সের অপশন। Carens এর সাথে একটি ডিজেল ইঞ্জিনের সুবিধা পাবেন। যা 115hp/250Nm এর সাথে একটি 6 স্পিড ম্যানুয়াল/6-স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় 1.5l ডিজেল। ডিজেল 21.3 kmpl-এ সবচেয়ে কার্যকর।
Kia Carens launched: কী কী ফিচার রয়েছে গাড়িতে ?
আপনি এই গাড়ির 7-সিটার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট পাবেন। চাইল 6-সিটার সংস্করণ কিনতে পারেন। যাতে ক্যাপ্টেন সিটের সুবিধা রয়েছে। টপ-এন্ড ভ্যারিয়েন্টগুলিতে ভেন্টিলেটেড সিটস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 10.25-ইঞ্চি টাচস্ক্রিন, রেয়ার ভিউ ক্যামেরা, টাচ ক্লাইমেট কন্ট্রোল রয়েছে।
এছাড়াও গাড়িতে পাবেন এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস চার্জিং, সব সারিগুলির জন্য এসি ভেন্ট, দ্বিতীয়টির জন্য বৈদ্যুতিক ওয়ান টাচ ডাউনের মতো বৈশিষ্ট্য। একটি স্ট্যান্ডার্ড সানরুফ, কুলড কাপ হোল্ডার, সানশেড, দ্বিতীয় সারির জন্য টেবিল ও বোস অডিও সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে। যাত্রী সুরক্ষার জন্য স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেই থাকছে 6টি এয়ারব্যাগ।
Kia Carens Price: দাম কত গাড়ির ?
লাক্সারি প্লাসের সাথে টপ-এন্ড ভেরিয়েন্টের দামও প্রতিযোগিতামূলকভাবে নির্ধারণ করেছে কোম্পানি। যার দাম টার্বো পেট্রল ম্যানুয়ালের জন্য 16.19 লক্ষ টাকা ও DCT অটোমেটিকের জন্য 16.99 লক্ষ টাকা ধরা হয়েছে৷ Carens মারুতি XL6, হুন্ডাই আলকাজার, টয়োটা ইনোভার সঙ্গে প্রতিযোগিতায় নামবে।