Kia MPV: নতুন ফ্যামিলি কার আনছে Kia, ভারতে শুরু টেস্টিং
এসইউভির সাফল্যের পর এবার ভারতে ফ্যামিলি কার Kia MPV আনতে চলেছে কোম্পানি। সম্প্রতি গাড়ির টেস্টিং শুরু করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, Kia Sonet-এর ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই গাড়ি।
নয়াদিল্লি: এসইউভির সাফল্যের পর এবার ভারতে ফ্যামিলি কার Kia MPV আনতে চলেছে কোম্পানি। সম্প্রতি গাড়ির টেস্টিং শুরু করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, Kia Sonet-এর ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই গাড়ি।
কোম্পানি সূত্রে খবর, তিনটি 'সিটিং রো' বা সেভেন সিটার হতে পারে এই গাড়ি। টয়োটা ইনাভা ক্রেস্টার মতোই ফ্যামিলি কার হতে চলেছে এই Kia MPV। অটো ব্লগারদের রিপোর্ট বলছে, ইনোভার মতো বিশাল আয়তন হবে না গাড়ির। সনেটের প্লাটফর্মে তৈরি হচ্ছে বলে সাইজে ইনোভার থেকে ছোট হবে এই গাড়ি। সম্প্রতি দেশের রাস্তায় দেখা দিয়েছে এই MPV। যদিও গাড়ির চারিদিকে কালো আস্তরণ দিয়ে মুড়ে রাখায় বোঝা যাচ্ছে না গাড়ির ডিজাইন। তবে হেডল্যাম্পে দেখে কিয়া সনেটের মতোই দেখতে মনে হচ্ছে এই গাড়ি।
শোন যাচ্ছে, হুন্ডাইয়ের পথেই এই এমপিভির দিকে এগোচ্ছে কিয়া ইন্ডিয়া। সম্প্রতি হুন্ডাই ক্রেটার সেভেন সিটার ভার্সন নিয়ে আসে দক্ষিণ কোরিযার কোম্পানি। যার নাম দেওয়া হয় অ্যালকাজার। এবার সনেটের পিছনের অংশ বাড়িয়ে সেভেন সিটার করতে চলেছে কিয়া। তবে এসইউভির পরিবর্তে এই গাড়িতে দেওয়া হচ্ছে পুরো এমপিভি লুক। তবে কিয়ার টাইগার নোজ গ্রিল ছাড়াও এলইডি ডিআরএলস রয়েছে এই গাড়িতে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় কিয়া সনেটের মতোই রাখা হয়েছে। অনেক সময় এমপিভির মতো ফ্যামিলি কারের ক্ষেত্রে এসইউভির তুলনায় কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখে কোম্পানি। মূলত বয়স্কদের গাড়ি থেকে ওঠা নামার কথা মাথায় রেখেই এই ডিজাইন রাখা হয়। দেশে Maruti Suzuki Ertiga ও XL6-এর সঙ্গে কড়া প্রতিযোগিতা হবে কিয়া এমপিভির।
অটো ব্লগারদের মতে, গাড়িতে ১.০ লিটার থ্রি সিলিন্ডার টার্বো পেট্রেল মোটর দিতে পারে কিয়া। এ ছাড়াও থাকতে পারে ১.২ লিটার অ্যাসপিরেটেড পেট্রল মোটর। ডিজেলের ইঞ্জিন ব্যবহার করলে ১.৫ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করতে পারে কোম্পানি।
আরও পড়ুন : Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি
আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ
আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?
আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস