(Source: ECI/ABP News/ABP Majha)
LIC India IPO: মার্চেই এলআইসি-র আইপিও! বিমা থাকলে শেয়ার কিনতে পারবেন আপনিও, শুধু থাকতে হবে এই দু’টি জিনিস
LIC India IPO: নিজের হাতে কিছু শেয়ার রেখে এলআইসি-র বেসরকারিকরণ করে দেবে কেন্দ্র। সাধারণ বিমা গ্রাহকদেরও শেয়ার কেনার সুযোগ থাকবে।
কলকাতা: নতুন অর্থবর্ষেই বাজারে আসছে ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) শেয়ার (LIC IPO)। সম্প্রতি বাজেট পেশের (Union Budget 2022) সময় সংসদে তার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এর আওতায়, নিজের হাতে কিছু শেয়ার রেখে এলআইসি-র বেসরকারিকরণ করে দেওয়া হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া চললেও, সাধারণ বিমা গ্রাহকদেরও শেয়ার কেনার সুযোগ থাকবে এবং তা থেকে দেশের বৃহত্তম বিমা সংস্থা থেকে মুনাফা অর্জনের সুযোগ থাকবে বলে জানিয়েছে সরকার। কিন্তু এ ক্ষেত্রে দু’টি জিনিস থাকতে হবে গ্রাহকদের, ১) প্যান কার্ডের সংযুক্তিকরণ (PAN Link to LIC Policy), ২) ডিম্যাট অ্যাকাউন্ট (Dematerialisation Account/Demat Account)। তাহলে শেয়ারদরেও গ্রাহকরা ছাড় পাবেন বলে জানানো হয়েছে।
প্যান কার্ডের সংযুক্তিকরণ
এলআইসি-র শেয়ার কেনার জন্য নিজের বিমার সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। তা না করা থাকলে এখনই https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus? ওয়েবসাইটে গিয়ে প্যান কার্ডের সংযুক্তিকরণ করে নিতে হবে। বিমার নম্বর, জন্মতারিখ, প্যান নম্বর জমা দিতে হবে। আগে থেকে প্যান নম্বর দেওয়া থাকলে, তা-ও বোঝা যাবে।
আরও পড়ুন: Vedant Fashions IPO: প্রথম দিনেই ভাল সাড়া ! বেদান্ত ফ্যাশনসের আইপিও নিয়ে উৎসাহ কেমন ?
ডিম্যাট অ্যাকাউন্ট
ডিম্যাট অ্যাকাউন্ট হল এমন একটি অ্যাকাউন্ড, যেখানে গ্রাহকের হাতে থাকা সমস্ত শেয়ার ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত থাকবে। এর মাধ্যমে শেয়ার কেনাবেচার সমস্ত তথ্য, বন্ড ডিজিটাল ফর্মের আকারে রাখা থাকবে গ্রাহকের নামে। এর মাধ্যমে শেয়ার সংক্রান্ত লেনদেন যেমন সহজেই করা যাবে, তেমনই ডিম্যাট অ্যাকাউন্টে থাকা বন্ড দেখিয়ে ঋণও নিতে পারবেন গ্রাহক।
কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ এবং গণসম্পত্তি মূল্যায়ন (Department of Investment and Public Asset Management/DIPAM) বিভাগের সচিব তুহিনকান্ত পান্ডে জানিয়েছেন, বিমা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। তার পরই বেসরকারিকরমের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBIর সঙ্গেও সব দিন নিয়ে আলোচনা চলছে। তাদের কাছ থেকে ছাড়পত্র পেলে মার্চেই বাজারে ছাড়া হবে এলআইসি-র শেয়ার। বেসরকারিকরণের পর এলআইসি-র ১০ শতাংশ শেয়ার সাধারণ গ্রাহকদের জন্য সংরক্ষিত রাখা হতে পারে বলে দিল্লি সূত্রে খবর।