LIC Adani Stocks Update: আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে প্রচুর লাভ LIC-র, তিন দিনে ৬২০০ কোটি টাকা মুনাফা
Adani Stocks Update: হিন্ডেনবার্গ রিপোর্টের তথ্য় দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারল না। উল্টে শেয়ারবাজারে দরন্ত গতি নিয়েছে আদানি গোষ্ঠীর স্টকগুলি।
Adani Stocks Update: হিন্ডেনবার্গ রিপোর্টের তথ্য় দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারল না। উল্টে শেয়ারবাজারে দরন্ত গতি নিয়েছে আদানি গোষ্ঠীর স্টকগুলি। সবথেকে বড় বিষয়, তিন দিনে আদানিদের স্টকে ৬২০০ কোটি টাকা লাভ করেছে LIC।
LIC News : সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট বেরিয়ে আসার পর আদানি গ্রুপের শেয়ারের দাম বেড়ে গিয়েছে। যার ফলে লাভবান হয়েছে দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা এলআইসি। আদানি গ্রুপে LIC-র বিনিয়োগের মূল্য ৬২০০ কোটি টাকা বেড়েছে। ২৩ মে এটি ৪৫,৪৪৮ কোটি টাকা অতিক্রম করেছে।
Hindenburg Report: হিন্ডেনবার্গ এখন অতীত কথা !
আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন সামনে আসতেই ফেব্রুয়ারি থেকে বড় ক্ষতির মুখোমুখি হয়েছিল LIC। আদানি গ্রুপের স্টকে তার বিনিয়োগে বিপুল লোকসান হয়েছিল। কিন্তু মার্চ মাসে জিকিউজি পার্টনারদের বিনিয়োগের কারণে ও এখন সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্টের পর গ্রুপের শেয়ার বেড়ে যাওয়ায় এলআইসি প্রচুর লাভ করেছে।
LIC Adani Stocks Update: জানুয়ারিতে কী অবস্থা ছিল ?
এলআইসি জানুয়ারি শেষে জানিয়েছিল, আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে মোট ৩০,১২৭ কোটি টাকা বিনিয়োগ করেছে বিমা সংস্থা। এলআইসির বিনিয়োগের মূল্য আগ উঠলেও পরে ৩২,০০০ কোটি টাকায় নেমে এসেছে। হিন্ডেনবার্গের রিপোর্টের আগে, আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের মূল্য ছিল ৮২০০০ কোটি টাকা। তবে, LIC-র হোল্ডিং ভ্যালু এখনও এই স্তরের থেকে ৩৭,০০০ কোটি টাকা কমেছে।
গত ১৯ মে সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট সামনে আসে। এরপর থেকেই আদানি গ্রুপের সব শেয়ারের দাম দারুণ গতি নিয়েছে। গ্রুপের মার্কেট ক্যাপ তিনটি ট্রেডিং সেশনে ২ লাখ কোটি টাকার কাছাকাছি বেড়েছে।
LIC News : আদানিদের কোন স্টকে কত শাতংশ বিনিয়োগ করেছে LIC
বিএসই-এর তথ্য অনুসারে, আদানি এন্টারপ্রাইজে এলআইসির ৪.২৩ শতাংশ, আদানি ট্রান্সমিশনে ৩.৬৫ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৫.৯৬ শতাংশ ও আদানি গ্রিন এনার্জিতে ১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। আদানি গোষ্ঠীর সিমেন্ট কোম্পানিগুলিতেও এলআইসির এক্সপোজার রয়েছে। অম্বুজা সিমেন্টে এলআইসির ৬.৩৩ শতাংশ শেয়ার রয়েছে। আদানি পোর্টে এলআইসির ৯.১৪ শতাংশ শেয়ার রয়েছে।
ফেব্রুয়ারির পর থেকেই রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানিকে LIC-কে বড় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে সখ্যতা থাকায় আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করেছে LIC। যার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। যদিও সেই আশঙ্কা এখন অমূলক প্রমাণতি হল।
আরও পড়ুন : Gold Alert: পুরনো সোনার গয়নায় হলমার্ক না থাকলে বিক্রি করতে পারবেন না, করতেই হবে এই কাজ