Fixed Deposit Interest: এই ফিক্সড ডিপোজিটে ৮.৭৫ শতাংশ রিটার্ন, পোস্ট অফিসের থেকেও বেশি সুদ
FD Interest Hike: এই বাজারে পোস্ট অফিসের থেকেও বেশি ইন্টারেস্ট দিচ্ছে এই কোম্পানি। সম্প্রতি শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স কোম্পানি ঘোষণা করেছে, ফিক্সড জিপোজিটে ৮.৭৫ শতাংশ সুদ দেবে তারা।
FD Interest Hike: এই বাজারে পোস্ট অফিসের থেকেও বেশি ইন্টারেস্ট দিচ্ছে এই কোম্পানি। সম্প্রতি শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স কোম্পানি (Shriram Transport Finance Company) ঘোষণা করেছে, ফিক্সড জিপোজিটে ৮.৭৫ শতাংশ সুদ দেবে তারা। যা সুদের হারের হিসেবে পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসকে (Post Office)।
Fixed Deposit Interest: কী মেয়াদে কত সুদ ?
মঙ্গলবারই নতুন সুদের হার ঘোষণা করেছে শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স কোম্পানি। যা আদতে একটি একটি নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি (NBFC)। সংস্থা জানিয়েছে, নতুন সুদের হার ১০ অগাস্ট থেকে কার্যকর করা হয়েছে। একাধিক মেয়াদে সংশোধনের ফলে স্থায়ী আমানতের হারগুলি ২০-৫০ বেসিস পয়েন্ট বা বার্ষিক ০.২৫-০.৫০ শতাংশ বৃদ্ধি করেছে শ্রীরাম ফিন্যান্স।
Shriram Transport Finance: কত বছর বিনিয়োগে এই সুদ ?
কোম্পানির তরফে জানানো হয়েছে, ১ থেকে ৫ বছরের স্থায়ী আমানতগুলির ওপর নতুন সুদের হার দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহক ৬০ মাস বা ৫ বছর মেয়াদি আমানতের ওপর নতুন সুদ পাবে। শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স কোম্পানি সাধারণ জনগণের জন্য সর্বোচ্চ ৮.২৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ওই নির্দিষ্ট মেয়াদে ৮.৭৫ শতাংশ হার অফার করে। এই সুদের হার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের থেকে অনেক বেশি। কেবল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেই এই সুদ দিয়ে থাকে কোম্পানি।
FD Interest Hike: প্রবীণ নাগরিকদের জন্য কী সুবিধা ?
সম্প্রতি নতুন সুদের হার প্রসঙ্গে শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স জানিয়েছে, প্রবীণ নাগরিকরা তাদের বার্ষিক আমানতের ওপর অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার থেকে উপকৃত হবেন। এমনকী মেয়াদপূর্ণ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের পুনর্নবীকরণের উপর বার্ষিক অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ দেবে কোম্পানি। যারা পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে বিনিয়োগ করতে চাইছেন, তারা কেবল মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে ও ভাল রিটার্ন পেতে চাইলে শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্সের কথা ভাবতে পারেন।
Fixed Deposit Interest: কতটা নিরাপদ এখানে টাকা রাখা ?
শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স কোম্পানির এফডিকে ICRA "[ICRA]AA+ (Stable)" রেটিং দেওয়া হয়েছে। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ একে "IND AA+/Stable" রেট দিয়েছে, যা উচ্চ স্তরের নিরাপত্তার ইঙ্গিত দেয়। আমরা যদি উচ্চ সুদের হার ও ভদ্রস্থ ক্রেডিট রেটিং দেখি, তাহলে যেকেউ সহজেই এখানে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন: FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ICICI ব্যাঙ্ক, জেনে নিন-কত দিনে কী সুদ