LPG Cylinder: পুজোর আগেই বড় ধাক্কা, ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের
LPG Price Hike: দেশের রাজধানী দিল্লিতে আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেল ১৭৪০ টাকা। গত মাসেই এই দাম ছিল ১৬৯১.৫০ টাকা, আজ থেকে দাম বাড়ল ৪৮.৫০ টাকা।
LPG Price Hike: অক্টোবর মাস জুড়ে পুজো আর উৎসবের মরশুম। আর এই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম আবার বাড়ল। এক ধাক্কায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল ৪৮.৫০ টাকা। তবে গৃহস্থালির ১৪ কেজির গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) নয়, বরং এই দাম বাড়ানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price Hike) জন্য। আজ ১ অক্টোবর থেকেই ধার্য হবে এই এলপিজি সিলিন্ডারের বর্ধিত দাম। কোথায় কোন শহরে কত টাকা হল এখন গ্যাস সিলিন্ডারের দাম ?
দেশের রাজধানী দিল্লিতে আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেল ১৭৪০ টাকা। গত মাসেই এই দাম ছিল ১৬৯১.৫০ টাকা, আজ থেকে দাম বাড়ল ৪৮.৫০ টাকা। অন্যদিকে আজ থেকে কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ কেজির জন্য ধার্য করা হল ১৮৫০ টাকা। সেপ্টেম্বর মাসে এই রান্নার গ্যাসের দাম ছিল ১৮০২.৫০ টাকা। এরপরে মুম্বইতেও আজ বেড়েছে দাম। আজ থেকে মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৬৯২ টাকা, আগের মাসের থেকে ৪৮ টাকা বেড়েছে দাম। সেপ্টেম্বরে এই দাম ছিল ১৬৪৪ টাকা। চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের ১৮৫৫ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ১৯০৩ টাকা।
তবে সারা দেশেই শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের দাম আগের মতই আছে।
তিন মাস ধরে বেড়েই চলেছে দাম
অক্টোবর মাস ধরে এই নিয়ে পরপর তিন মাস ধরে ক্রমান্বয়ে দাম বেড়েই চলেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। দেশের সরকারি তেল ও গ্যাস বিপননকারী সংস্থাগুলি পরপর দাম বাড়িয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। সেপ্টেম্বর এবং অগাস্ট মাসেও এই দাম বেড়ে গিয়েছিল। সেপ্টেম্বর মাসে দাম বেড়েছিল ৩৯ টাকা এবং তার যাগে অগাস্টেও এই গ্যাস সিলিন্ডারের দাম ৮-৯ টাকা বেড়েছিল।
এপ্রিল-জুলাইয়ের থেকে দাম কমেছে
সেপ্টেম্বর মাসেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে, ৩৯ টাকা বেড়েছে দাম। এই দামের বদল এসেছে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। এর আগে এপ্রিল মাস থেকে জুলাইয়ের মধ্যে সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থার পক্ষ থেকে এই দাম কমানো হয়েছিল। অর্থাৎ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার ৪ মাসের মধ্যে এই রান্নার গ্যাসের দাম অনেকটাই কমানো হয়েছিল। আর তারপর থেকে পরপর তিন মাসে হু হু করে বেড়ে গিয়েছে দাম।
আরও পড়ুন: SBI Rule: বদলে যাবে FD বা RD-র পদ্ধতি, নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে কী বদল আনবে SBI ?