LPG Price Cut: বছরের শুরুতেই সস্তা হল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম; আপনার শহরে কত কমল দাম ?
LPG Cylinder Price: প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বদল করে এবং সেই পরিবর্তিত দাম ঘোষণা করে। নতুন বছরে দাম কমল বাণিজ্যিক গ্যাসের।
LPG Gas Cylinder: ২০২৫-এর শুরুতেই সুখবর গ্রাহকদের জন্য। এলপিজি গ্যাসের দাম সস্তা হল এবার। আজ ১ জানুয়ারি থেকেই দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির পক্ষ থেকে আজ ১ জানুয়ারি বুধবার বাণিজ্যিক গ্যাসের (LPG Price Cut) দাম ১৪.৫০ টাকা কমানো হল। দিল্লিতে আজ (LPG Cylider Price Cut) থেকে নতুন ১৯.৫ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৮১৮.৫০ টাকা থেকে কমে হল ১৮০৪ টাকা।
সস্তা হল এলপিজি গ্যাসের দাম
প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বদল করে এবং সেই পরিবর্তিত দাম ঘোষণা করে। এবারে নতুন বছরে গ্রাহকদের স্বস্তি দিতে দাম কমল বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজির সিলিন্ডারের দাম এবার সস্তা হল। ১ জানুয়ারি থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৮০৪ টাকা। এর আগে দাম ছিল ১৮১৮.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা থেকে কমে হয়েছে ১৯১১ টাকা। মুম্বইতে ১৭৭১ টাকার বদলে এই দাম কমে আজ থেকে হল ১৭৫৬ টাকা। অন্যদিকে চেন্নাইতে আজ ১ জানুয়ারি থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৮০.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৯৬৬ টাকা।
এই শহরে কত দাম এলপিজি সিলিন্ডারের
১৯ কেজির এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরানোর জন্য বিহারের রাজধানী পাটনায় আপনাকে ২০৯৫.৫০ টাকা দিতে হবে। উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে ১৯ কেজির এলপিজি গ্যাসের দাম আজ ১৯২৫ টাকা। নয়ডার গৌতমবুদ্ধ নগরে দাম ১৮০২.৫০ টাকা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আজ থেকে বাণিজ্যিক গ্যাসের দাম ২০৭৩ টাকা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে দাম চলছে আজ ১৯৬২.৫০ টাকা।
গত কয়েক মাসে অনেকবার এলপিজি গ্যাসের দাম বেড়েছে। বলা ভাল অগাস্ট মাস থেকে পরপর দাম বেড়ে গিয়েছে বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের। এবার খানিক স্বস্তি গ্রাহকদের। আজ বছরের প্রথম দিন থেকে দাম খানিক কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Petrol Diesel Price: নতুন বছরে পা দিতেই পেট্রোলের দরে বড় বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?