LPG Price : আজ থেকেই এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত সস্তায় LPG?
LPG Price Slash : ১ আগস্ট, থেকে, প্রধান মেট্রো শহরগুলিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৩.৫ টাকা থেকে ৩৪.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সবচেয়ে বেশি দাম কমেছে ...

প্রায় প্রতি মাসের শুরুতেই রদবদল হয়ে থাকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ১ অগাস্ট থেকে LPG সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করা হয়েছে । আজ থেকে, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা বা তার বেশি কমে গেল। শুক্রবার, ১ অগাস্ট থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। আপনার হেঁসেলে বা সংসার খরচে এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষে তো পড়বেই। হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিঃসন্দেহে এটা স্বস্তির খবর। তবে বাড়িতে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি।
১ আগস্ট, থেকে, প্রধান মেট্রো শহরগুলিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৩.৫ টাকা থেকে ৩৪.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতা এবং চেন্নাইতে। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, চেন্নাইতে ১৯ কেজি এলপিজি এখন প্রতি সিলিন্ডারের দাম ১,৮০০ টাকার নিচে, অন্যদিকে দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম ১,৬৫০ টাকার নিচে। এছাড়াও, মুম্বইতে এই এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে দাম ১,৬০০ টাকার নিচে।
কলকাতায় গ্যাসের দাম
কলকাতায় এখন বাণিজ্যিক সিলিন্ডার ১,৭৩৪ টাকায় পাওয়া যাবে, যা আগে ১,৭৬৯ টাকা ছিল। অর্থাৎ এখানে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছে । গার্হস্থ্য গ্রাহকদের জন্য, সিলিন্ডার এখনও ৮৭৯ টাকায় পাওয়া যাচ্ছে।
কোথায় কত দাম কমল, কত হল
এই নিয়ে টানা চতুর্থ মাসিক এলপিজির দাম কমানো হল। ২০২৫ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, ১৯ কেজির এলপিজির দাম ধাপে ধাপে কমানো হয়েছে। তবে ৮ এপ্রিল থেকে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে, গত চার মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৩৮ টাকা কমেছে,। ১৯ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ধাপে ধাপে কমেছে মোট ১৪৪ টাকা। মুম্বইতে ১৩৯ টাকা এবং চেন্নাইতে ১৪১.৫ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ফলে, রেস্তোরাঁ এবং ধাবাগুলিতে ব্যবহৃত গ্যাস কিছুটা সস্তা হয়েছে। আশা করা যায়, এর ফলে খাবার দামেও কিছুটা স্বস্তি আসতে পারে।
অনেকেরই মনে হতে পারে ঠিক কী কী কারণে গ্যাসের দাম বাড়ে-কমে। বিশেষজ্ঞরা বলছেন, এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, ডলারের নিরিখে টাকার মূল্যের ওঠানামা, শুল্ক, প্যাকেজিংয়ের খরচ, বিপণন খরচে পরিবর্তন, ডিলারের কমিশন, পোর্ট চার্জের মতো বিষয়গুলি প্রভাব বিস্তার করে।






















