Mahakumbh 2025: কুম্ভমেলায় বিপদ থেকে বাঁচাবে সুরক্ষা বিমা, পাবেন মাত্র ৫৯ টাকায়; কী কী সুবিধে ?
Kumbh Mela Suraksha Insurance: এই বিশেষ বিমা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'মহাকুম্ভ মেলা সুরক্ষা বিমা যোজনা'। আইসিআইসিআই লোম্বার্ডের সঙ্গে অংশীদারিত্বে এই বিমা (Insurance Plan) চালু করেছে ফোনপে।

Kumbh Mela Suraksha Insurance: প্রতি বছর কোটি কোটি ভক্ত কুম্ভমেলায় অংশ নিয়ে থাকেন। দেশের নানা জায়গা থেকে মানুষ আসেন এই মেলায়। এই কুম্ভমেলা ভ্রমণের সময় ঝুঁকি ও নানারকম বিপদ-আপদ, অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে বাঁচতে ফিনটেক সংস্থা (Kumbh Mela Suraksha Insurance) ফোনপে দিচ্ছে বিমার সুযোগ। এই বিশেষ বিমা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'মহাকুম্ভ মেলা সুরক্ষা বিমা যোজনা'। আইসিআইসিআই লোম্বার্ডের সঙ্গে অংশীদারিত্বে এই বিমা (Insurance Plan) চালু করেছে ফোনপে। মহাকুম্ভের মেলায় যাওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের সহায়ক হতে পারে এই প্ল্যান।
কী এই সুরক্ষা বিমা যোজনা
মহাকুম্ভ সুরক্ষা বিমা যোজনাটি মূলত কুম্ভমেলায় যাওয়া ভক্তদের চাহিদা ও সুরক্ষার কথা মাথায় রেখেই আনা হয়েছে। এই ভ্রমণের সময় যে সমস্ত ঝুঁকির বিষয় থাকতে পারে তাকে প্রাধান্য দিয়ে বিমা পরিকল্পনা করা হয়েছে। এই যোজনায় ৫৯ টাকা থেকে ৯৯ টাকার প্রিমিয়ামের মধ্যে আপনি পাবেন ৫০ হাজার টাকার কভারেজ যাতে অন্তর্ভুক্ত থাকবে চিকিৎসা সহ অন্য আরও কিছু সুবিধে। এই প্ল্যান দুটি ভাগে বিভক্ত –
সিলভার প্ল্যান – এটি মূলত বাস ও ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের ভক্তদের জন্য
গোল্ড প্ল্যান – এই প্ল্যান আনা হয়েছে বিমানে ভ্রমণকারী ভক্ত যাত্রীদের জন্য
এই বিমার বৈধতা
এই বিমার সুবিধে ১০ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত উপলব্ধ থাকবে। ফোনপে অ্যাপে ভক্তরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিমা নিতে পারবেন। চিকিৎসা, জরুরি জিনিস হারিয়ে যাওয়া, দুর্ঘটনা, ভ্রমণ বাতিল, ইত্যাদি নানা সুবিধে রয়েছে এই বিমার কভারেজের মধ্যে। অসুস্থতা বা চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হলে ৫০ হাজার টাকা পর্যন্ত কভারেজ দেয় এই প্ল্যান। ব্যক্তিগত দুর্ঘটনার কারণে মৃত্যু হলে বা অক্ষমতা এলে ১ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ মিলবে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রা বাতিল হলে ৫০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, বিমানবন্দরে চেক-ইনের সময় লাগেজ হারিয়ে গেলে ৫০০০ টাকা পর্যন্ত কভারেজ মিলবে। আবার বিমান দেরির কারণে সংযোগকারী বিমান মিস হলে বিমানের টিকিট মূল্যের থেকে ৫০০০ টাকা পর্যন্ত ফেরত মিলবে। মহাকুম্ভমেলায় পলিসিহোল্ডারের মৃত্যু হলে তাঁর মৃতদেহ বাড়িতে আনার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত খরচ বহন করবে এই বিমা সংস্থা। তবে এই বিমা ৭০ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে।
আরও পড়ুন: Electricity Bill: বিদ্যুতের বিল এসেছে ২১০ কোটি টাকা ! মাথায় হাত এই ব্যবসায়ীর; কী ঘটেছে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
