Gandhi Jayanti 2023: জীবনে টাকার অভাব হবে না,জানেন অর্থ নিয়ে কী পরামর্শ দিয়েছেন মহাত্মা গাঁধী
Investment: সুখে থাকতে কতটা অর্থের প্রয়োজন হয় আমাদের। জানেন অর্থ (Money) নিয়ে কী বলেছেন মহাত্মা গাঁধী।
Investment: জীবতকালেই তিনি পেয়েছিলেন মহাত্মার স্বীকৃতি (Gandhi Jayanti 2023), আজ জাতির জনকের জন্মদিন। জেনে নিন, সুখে থাকতে কতটা অর্থের প্রয়োজন হয় আমাদের। জানেন অর্থ (Money) নিয়ে কী বলেছেন মহাত্মা গাঁধী।
শুধু ভারতেই নয়, সারা বিশ্বে রয়েছে মহাত্মা গাঁধীর বিপুল সংখ্যক অনুগামী। মার্টিন লুথার কিং জুনিয়র থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামা গাঁধীর আদর্শ অনুপ্রাণিত হয়েছেন। মহাত্মা গাঁধীর শিক্ষা সারা বিশ্বের অনেকের জীবন পরিবর্তনে প্রভাব ফেলেছে। তাঁর জন্মবার্ষিকীতে জেনে নিন অর্থ সম্পর্কিত কিছু পরামর্শ, যা বদলে দিতে পারে তাদের জীবন।
মহাত্মার মতাদর্শ নিয়ে আইসিআইসিআই-এর প্রচার
দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক ICICI গাঁধী জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ প্রচারাভিযান চালাচ্ছে। যেখানে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক মহাত্মা গাঁধীর আর্থিক জ্ঞানের কথা বলেছে৷ প্রচারে, তুলে ধরা হয়েছে মহাত্মা গাঁধীর বিখ্যাত সেই উক্তিগুলি, যেখানে অর্থ নিয়ে নিজের মতামত জানিয়েছেন মহাত্মা।
গাঁধীর এই তিন বড় শিক্ষা
1: গাঁধী বলেছেন, পৃথিবীতে প্রত্যেকের প্রয়োজনের জন্য যথেষ্ট জিনিস রয়েছে, কিন্তু লোভের কোনও শেষ নেই। তাই ব্যাঙ্ক বলেছে, আর্থিক স্থিতিশীলতার জন্য ইচ্ছার চেয়ে চাহিদাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
2: এখানেই শেষ নয়। গাঁধীজি আরও এক উক্তিতে বলেছেন, শারীরিক সক্ষমতা থেকে শক্তি আসে না, বরং এটি ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। আইসিআইসিআই ব্যাঙ্ক গাঁধীর সেই লাইনগুলি প্রসঙ্গে বলেছে - আর্থিক শক্তি ব্যাঙ্ক ব্যালেন্স থেকে আসে না, আর্থিক পরিকল্পনা থেকে আসে।
3: আপনি আজ যা করেন তার উপর ভবিষ্যৎ নির্ভর করে। ব্যাঙ্ক বলছে, আপনার আর্থিক ভবিষ্যতের জন্য আজই সঞ্চয় করুন এবং বিনিয়োগ করুন।
দেশের বৃহত্তম ব্যাঙ্কের ব্লগ
তবে শুধু ICICI নয়, গাঁধীজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রচার শুরু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। আর্থিক মূল্যায়নের বিচারে দেশের বৃহত্তম ব্যাঙ্ক ব্লগে গাঁধীর কাছ থেকে শেখা আর্থিক পাঠের কথা উল্লেখ করেছে। ব্যাঙ্ক বলেছে, গাঁধীর জীবন আমাদের শৃঙ্খলাপরায়ন ও ধৈর্য ধরতে শেখায়। আর্থিক বিষয়ে স্বাধীনতার জন্য প্রত্যেকেরই এই দুটি গুণ সবচেয়ে বেশি প্রয়োজন।
বিশ্বাস ছাড়া কাজ কঠিন
গাঁধীজি যেমন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দিতেন। আস্থা না থাকলে দীর্ঘমেয়াদি বিনিয়োগে সফলতা অর্জন করা যায় না। গাঁধী বলেছেন, ছোট পদক্ষেপে বড় লক্ষ্য অর্জন করা যায়। এই পরামর্শ ব্যাঙ্কও গ্রহণ করেছে। ব্যাঙ্কের মতে, এটি আর্থিক বিষয়েও প্রযোজ্য। ছোট কিন্তু নিয়মিত বিনিয়োগের মাধ্যমে কয়েক বছরে কোটি টাকার তহবিল তৈরি করা সম্ভব হয়।
Bank Holidays October: অক্টোবরে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে, দেখে নিন পুরো তালিকা