Maruti Suzuki Celerio: প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল সেলেরিওর লঞ্চ ডেট
তবে শুধু সেলেরিও নয়, পুজোর মরশুম থেকেই বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করার কথা রয়েছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির।এই বছরের শেষে বা ২০২২সালের শুরুতেই আসতে পারে মারুতি সুজুকি জিমনি।
নয়াদিল্লি: ক্রেতাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভারতে মারুতি সুজুকি সেলেরিওর(Maruti Suzuki Celerio) আত্মপ্রকাশের দিন ঘোষণা করল কোম্পানি। নভেম্বরেই আসতে চলেছে পরবর্তী প্রজন্মের এই মারুতির গাড়ি।
তবে শুধু সেলেরিও নয়, পুজোর মরশুম থেকেই বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করার কথা রয়েছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির।এই বছরের শেষে বা ২০২২সালের শুরুতেই আসতে পারে মারুতি সুজুকি জিমনি। সারা বিশ্বে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সুজুকির এই গাড়ি। এবার ভারতে আসতে চলেছে সেই কমপ্যাক্ট জিপসি। বছরের শুরুতেই দেশের বাজারে আসার কথা ছিল সেলেরিওর। কিন্তু করোনা মহামারীর কারণে এর লঞ্চ স্থগিত করতে হয়। এবার ১০ নভেম্বর দেশের বাজারে লঞ্চ হতে চলেছে এই গাড়ি। আসুন জেনে নিই নতুন সেলেরিওতে কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
New Maruti Suzuki Celerio (নতুন প্রজন্মের সেলেরিও)
কোম্পানি সেলেরিওতে পুরানো প্ল্যাটফর্ম বদলে নতুন হার্টেক প্ল্যাটফর্ম আর্কিটেকচার ব্যবহার করেছে। মারুতি সুজুকি তার অনেক গাড়িতে এই নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। নতুন সেলেরিওর কোডনাম 'YNC'। নতুন মডেলের ভিতরে বেশকিছু পরিবর্তন করেছে কোম্পানি। এই হ্যাচব্যাকে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ৭ ইঞ্চি স্মার্ট প্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এর সঙ্গে গাড়ির ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল এবং সেন্টার কনসোলও আপডেট করা হচ্ছে।
গাড়ির ডিজাইন ল্যাঙ্গোয়োজ ও নতুন ফিচার
নতুন সেলেরিওতে স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল ছাড়াও রয়েছে স্টিয়ারিং মাউন্টেড একাধিক কন্ট্রোল ফিচার। সঙ্গে থাকছে দুর্দান্ত কিছু ফিচার। এই গাড়িতে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ সুরক্ষা ও সিটবেল্ট রিমাইন্ডার থাকছে। গাড়ির সুরক্ষার জন্য ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স ক্যামেরা এবং রেয়ার পার্কিং সেন্সর সহ অ্যান্টি-ব্রেক লকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে। গাড়ির এক্সটিরিযারেও অনেক পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে একটি নতুন ডিজাইন করা ছোট ফ্রন্ট গ্রিল ও এয়ার ড্যাম, হ্যালোজেন হেডল্যাম্পস, টেইল ল্যাম্পস, নতুন ডোর হ্যান্ডেল ও আপডেটেড রেয়ার বাম্পার দেওয়া হয়েছে। নতুন সেলেরিও বেশি বড়, লম্বা ও পুরোনোটির চেয়ে অনেক বেশি জায়গা সম্পন্ন হবে।
আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল
আরও পড়ুন : Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V
আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125
আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV
আরও পড়ুন : Harley-Davidson Electric Cycle: ইলেকট্রিক বাইসাইকেল আনছে Harley-Davidson, বছর শেষে বিক্রি শুরু