New Maruti Brezza: শীঘ্রই বাজারে নতুন ব্রেজা, থাকছে ২৫টিরও বেশি নয়া বৈশিষ্ট্য
New Maruti Brezza: আগেই দেশের বাজারে সেরা কমপ্যাক্ট এসইউভির তকমা পেয়েছে এই গাড়ি। এবার ভারতের কার মার্কেটে ফের আসতে চলেছে নতুন মারুতি সুজুকি ব্রেজা।
New Maruti Brezza: আগেই দেশের বাজারে সেরা কমপ্যাক্ট এসইউভির তকমা পেয়েছে এই গাড়ি। এবার ভারতের কার মার্কেটে ফের আসতে চলেছে নতুন মারুতি সুজুকি ব্রেজা। পরবর্তী প্রজন্মের মারুতি সুজুকি ব্রেজা আকর্ষণীয় কেবিন ও অনেক যান্ত্রিক পরিবর্তন সহ 30 জুন দেশে লঞ্চ করবে। জেনে নিন, পুরোনো ব্রেজার থেকে নতুন ব্রেজা কতটা শক্তিশালী।কী কী ফিচার দেওয়া হয়েছে এই গাড়িতে, সঙ্গে কী দাম হতে পারে গাড়ির।
New Maruti Brezza: শক্তিশালী ইঞ্জিন গাড়িতে
মারুতি সুজুকির নতুন ব্রেজার বৈশিষ্ট্যগুলির কথা বললে, আপনি এতে একটি দুর্দান্ত আপডেটেড ইঞ্জিন দেখতে পাবেন। যা 1.5 লিটার, 4 সিলিন্ডার 15 সি ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন সহ পাওয়া যাবে। এই ইঞ্জিনটিতে 103bhp শক্তি ও 137Nm টর্ক উৎপন্ন করার ক্ষমতা থাকবে। ট্রান্সমিশনের কথা বললে, এটি 6-স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ পাওয়া যাবে। একটি সম্ভাবনা রয়েছে যে নতুন মারুতি সুজুকি ব্রেজা সিএনজি সংস্করণেও দেওয়া হবে। নতুন মারুতি ব্রেজার অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে,
New Maruti Brezza: আরও থাকছে এই ফিচারগুলি
এতে পাবেন টুইকড বাম্পার, নতুন ফগল্যাম্প, নতুন ফক্স স্কিডপ্লেট, নতুন ফ্রন্ট গ্রিল ও টুইন পড প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, আকর্ষণীয় টেইললাইট পজিশনিং ও নতুন অ্যালয় হুইল পাওয়া যাবে গাড়িতে। এছাড়াও পরবর্তী প্রজন্মের Brezza-র অনেক নতুন ফিচার দেখতে পাবেন এই এসইউভিতে।
New Maruti Brezza: নতুন এই প্রযুক্তি থাকবে কেবিনে
আধুনিক বৈশিষ্ট্য-সহ 30 জুন লঞ্চ করা হবে মারুতি সুজুকির নতুন ব্রেজা। এতে একটি হেডস-আপ ডিসপ্লে, নতুন ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, 360-ডিগ্রি ক্যামেরা, হিল হোল্ড অ্যাসিস্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও -অ্যাপল কার প্লে সাপোর্ট সহ 9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস ফোন চার্জিং, কানেক্টেড কার প্রযুক্তি, ইলেকট্রিক সানরুফ ওনতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হবে গাড়িতে। নতুন মারুতি ব্রেজা ভারতে 8 লক্ষ টাকায় লঞ্চ করা হতে পারে।
আরও পড়ুন : Toyota Hyryder Launch: চিন্তা বাড়ল ক্রেটার, টয়োটা আনছে হাইরাইডার