Maruti Suzuki: ৪ লাখ কোটির বাজার মূলধন ছাড়াল মারুতি, আরও কী বাড়বে শেয়ারের দাম ?
Maruti Suzuki Share Price: জাপানের সুজুকি মোটোকর্পের থেকেও মারুতি সুজুকির বাজারগত মূলধন এবার বেড়ে গেল অনেকটাই। বুধবার বাজার চলাকালীন এই সংস্থার শেয়ারের দাম তাঁর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে।
Maruti Share Price: ভারতের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি এবার আরও এক রেকর্ড গড়ল। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের বাজারগত মূলধন এবার ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ২৭ মার্চ অর্থাৎ গতকালই এই নতুন রেকর্ড গড়েছে মারুতি সুজুকি। বাজারগত মূলধনের নিরিখে এই সংস্থা ভারতের ১৯তম স্থান অধিকার করেছে এবার। আর এই কারণে মারুতি সুজুকির শেয়ারের দাম এই বছর বেড়েছে ২৩ শতাংশ। আর এর মাধ্যমেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল ইত্যাদি বড় বড় সংস্থার সঙ্গে এক আসনে বসেছে এবার মারুতি সুজুকি।
৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে মারুতির শেয়ার
জাপানের সুজুকি মোটোকর্পের থেকেও মারুতি সুজুকির বাজারগত মূলধন এবার বেড়ে গেল অনেকটাই। বুধবার বাজার চলাকালীন এই সংস্থার শেয়ারের দাম তাঁর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে। আগের দিনের থেকে গতকাল এই শেয়ারের দাম বেড়ে গিয়েছে ৪ শতাংশ। গতকাল বাজার বন্ধের সময় ১২৫৫০ টাকায় থামে মারুতি সুজুকির শেয়ারের দাম। ২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম। ৪ লাখ কোটির বাজারগত মূলধন ছুঁয়ে ফেলে এই সংস্থা।
জাপানের ইয়েনের দাম কমে যাওয়ায় মারুতি সুজুকির লাভ
বুধবার ৩৪ বছরের সর্বনিম্ন সীমায় নেমে আসে জাপানের ইয়েনের মূল্য। এই ত্রৈমাসিকে ডলারের তুলনায় ইয়েনের দাম ৭ শতাংশ কমেছে। আর এই পতনের লাভ গুণেছে মারুতি সুজুকি। জাপান থেকে মালপত্র ভারতে আমদানি করতে অনেক কম খরচ করতে হয়েছে মারুতিকে। ভারতেও মারুতি সুজুকির বিক্রি বেড়ে চলেছে। রেভিনিউর সঙ্গে সঙ্গে মুনাফাও বাড়ছে। এই ত্রৈমাসিকে মারুতি সুজুকির শেয়ার খুবই ভাল পারফর্ম করেছে। আরও কী বাড়বে ?
বাজারে আরও হাইব্রিড গাড়ি আসছে
জানা গিয়েছে, মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারা, ফোর্ড আর ব্রেজার গাড়িগুলিই সংস্থার বিক্রি বাড়াতে বেশি সাহায্য করেছে। ছোট আকারের গাড়ির ক্ষেত্রে ইতিমধ্যেই মারুতি সুজুকি ভাল পারফর্ম করেছে, তাছাড়া কমপ্যাক্ট এসইউভির দুনিয়াতেও ধীরে ধীরে ভাল করছে মারুতি সুজুকি। এখন মাইল্ড হাইব্রিড পেট্রোলের গাড়িও বাজারে আনতে চলেছে এই সংস্থা। আগামী তিন বছরে আরও হাইব্রিড গাড়ি বাজারে আনবে মারুতি সুজুকি।
আরও পড়ুন: Upcoming IPO: বাজারে বড় খবর, এবার আসছে বাজাজ হাউজিং ফিন্যান্সের আইপিও, প্রস্তুতি শুরু