New Maruti Ertiga: একসঙ্গে আসছে দুটি ফ্যামিলি কার, নতুন রূপে মারুতির এমপিভি
Maruti upcoming Cars: প্রতিযোগী কোম্পানিদের সঙ্গে পাঞ্জা কষতে আগামী মাসেই একাধিক গাড়ি লঞ্চ করতে চলেছে মারুতি (Maruti)। চলতি মাসের শেষেই বাজারে আসছে New Maruti XL6 মডেল।
Maruti upcoming Cars: প্রতিযোগী কোম্পানিদের সঙ্গে পাঞ্জা কষতে আগামী মাসেই একাধিক গাড়ি লঞ্চ করতে চলেছে মারুতি (Maruti)। চলতি মাসের শেষেই বাজারে আসছে New Maruti XL6 মডেল। এরই মধ্যে নতুন Ertiga-র জন্যও বুকিং শুরুর ঘোষণা করেছে কোম্পানি।
New Maruti Ertiga: নতুন কী থাকছে আরটিগায় ?
ফেসলিফ্ট হলেও নতুন Ertiga-য় অনেক পরিবর্তন দেখতে পাবেন ক্রেতারা। সবথেকে বড় বিষয়, এবার এই ফ্যামিলি কারের জন্য স্মার্ট হাইব্রিড কনফিগারেশন এনেছে মারুতি। সঙ্গে থাকছে একটি নতুন 1.5 লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন। পেট্রল -ডিজেলের দামের কথা মাথয়া রেখেই এই নতুন ইঞ্জিনের কথা ভেবেছে মারুতি। যা গাড়ির গ্রাহকদের জ্বালানি সাশ্রয়ে অনেকটাই সাহায্য করবে। ফলে কম খরচে বেশি মাইলেজ পাওয়া যাবে গাড়ি থেকে।
New Maruti Ertiga: পাবেন নতুন স্টিয়ারিং হুইল
তবে নতুন ইঞ্জিনের পাশাপাশি, নতুন Ertiga-য় দেখতে পাবেন নয়া স্টিয়ারিং হুইল। পাশাপাশি গাড়িতে পাবেন পিছনের প্যাডেল শিফটার সহ একটি নতুন 6 স্পিড অটোমেটিক অপশন। এই নতুন স্বয়ংক্রিয় গিয়ারবক্সটি পুরোনো 4 স্পিড অটোমেটিক গিয়ারবক্সে পরিবর্তে আনতে চলেছে মারুতি। অটো ব্লগারদের ধারণা নতুন এই বদলের ফলে প্যাডল শিফটের ক্ষেত্রে অনেকটাই বেশি রেসপন্স পাবেন চালকরা।
Maruti upcoming Cars: কেবিন কেমন নতুন আরটিগার ?
বৈশিষ্ট্যের দিকে তাকালে নতুন Ertiga-য় একটি 7 ইঞ্চি টাচস্ক্রিন পাবেন। যাতে রয়েছে সাম্প্রতিককালের ইনফোটেইনমেন্ট সিস্টেম। নতুন Baleno-তেও দেখা গিয়েছে এই প্রযুক্তি। অভ্যন্তরীণ কিছু ছোটখাটো পরিবর্তনও দেখতে পাওয়া যাবে নতুন ফেসলিফ্ট মডেলে। নতুন Ertiga XL6-ও শীঘ্রই আত্মপ্রকাশ করবে। যাতে নতুন Ertiga-র মতোই কিছু বদল থাকবে। এবার আরও বড় চাকা দেখা যেতে পারে XL6-এ। রয়েছে কিছু স্টাইলিং আপডেট।
New Maruti Ertiga: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
MPV সেগমেন্টে Kia Carens এর সঙ্গে প্রতিযোগিতা হবে নতুন আরটিগার। বর্তমানে দেশের এমপিভি সেগমেন্টে দারুণ বাজার ধরেছে কিয়া ক্যারেন্স। সুরক্ষার দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছে এই গাড়ি। সেই কারণেই তাদের জনপ্রিয় আরটিগা ফেসলিফ্ট বাজারে আনছে মারুতি। শোনা যাচ্ছে ,ভিটারা ব্রেজার নতুন মডেলও দেশের বাজারে দ্রুত আনার কথা ভাবছে কোম্পানি।
আরও পড়ুন : Tata Electric Cars: এক চার্জে যেতে পারবে ৫০০ কিমি, কনসেপ্ট মডেল প্রকাশ্যে আনল টাটা