Mercedes Benz Vision EQXX: পেট্রল ছাড়াই এক চার্জে ১২০২ কিমি ! রেকর্ড গড়ল এই গাড়ি
Mercedes Benz Cars: একেবারে গাড়ির দুনিয়ায় চমক দিল মার্সেডিজ-বেঞ্জ। জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা তৈরি করেছে একটি বিশেষ সেডান।
Mercedes Benz Cars: একেবারে গাড়ির দুনিয়ায় চমক দিল মার্সেডিজ-বেঞ্জ। জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা তৈরি করেছে একটি বিশেষ সেডান। যা বিশ্বের বুকে গড়েছে এক অনন্য রেকর্ড। মার্সেডিজ-বেঞ্জ ভিশন ইকিউএক্সএক্স ইলেকট্রিক সেডান (প্রোটোটাইপ) এক চার্জে দীর্ঘ পথ অতিক্রম করার রেকর্ড ভেঙেছে।
Mercedes Benz Vision EQXX: কী রেকর্ড গড়েছে এই সেডান ?
এই নতুন বিলাসবহুল গাড়িটি কোম্পানির নির্ধারিত 1,000 কিলোমিটার যাওয়ার রেকর্ড ভেঙেছে। ব্যাটারিচালিত এই গাড়ি ঘিরে কৌতূলের শেষ নেই অটোব্লগারদের মধ্যে। এপ্রিল মাসে কোম্পানিটি স্টুটগার্ট থেকে ক্যাসিস (ফ্রান্স) পর্যন্ত প্রথম রেকর্ড-ব্রেকিং ড্রাইভ করার পর, প্রোটোটাইপ গাড়িটি এক চার্জে স্টুটগার্ট থেকে সিলভারস্টোন পর্যন্ত 1202 কিলোমিটার পথ অতিক্রম করেছে। সবথেকে বড় বিষয় কোম্পানি জানিয়েছে, পুরোপুরি ইলেকট্রিক প্রোটোটাইপ এই সেডান। এই গাড়িতে অন্য কোনও জ্বালানি যেমন পেট্রলের প্রয়োজন হয় না।
Mercedes Benz Vision EQXX: গাড়ি নিয়ে কী বলছে কোম্পানি ?
কোম্পানির দাবি অনুযায়ী, মার্সেডিজ-বেঞ্জ ভিশন ইকিউএক্সএক্স রেঞ্জ ভারী ট্রাফিকে গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে 100km যেতে 8.3 kWh ব্যাটারি খরচ করেছে। এই গাড়ির মধ্যে নতুন হিট ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে। মার্সেডিজ-বেঞ্জ গ্রুপের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য মার্কাস শেফার বলেন, "এই গাড়িটি আগের যেকোনও গাড়ির থেকে বেশি আরামদায়ক যাত্রা দিতে সক্ষম। এই নতুন গাড়িটি আবার প্রমাণ করল যে, ভিশন EQXX রেঞ্জের এক ব্যাটারির চার্জে এটি সহজেই 1,000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে পারে। "
Mercedes Benz Cars: ২০৩০ সালের মধ্যে বড় পরিবর্তন মার্সেডিজে
কোম্পানির বোর্ডের সদস্য মার্কাস শেফার জানিয়েছেন, মার্সেডিজ-বেঞ্জ 2030 সালের মধ্যে পুরোপুরি ইলেকট্রিক হওয়ার চেষ্টা করছে। কোম্পানি এখন গুরুত্বপূর্ণ নতুন গবেষণা ও অত্যাধুনিক প্রযুক্তির ওপর কাজ করার চেষ্টা করছে। টিমওয়ার্ক ও উন্নত সংকল্প থাকলে দ্রুত আরও ভাল প্রোডাক্ট দিতে পারবে কোম্পানি।
Mercedes Benz Vision EQXX: কত ঘণ্টায় এই বিশ্ব রেকর্ড ?
কোম্পানি জানিয়েছে, পরীক্ষা করার সময় প্রধান চ্যালেঞ্জগুলি মাথায় রাখেছিল মার্সেডিজ বেঞ্জ । 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপের মধ্যে চালানো হয়েছিল গাড়ি। এ ছাড়াও স্টুটগার্টের আশেপাশে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বে ট্রাফিকের কথাও মাথায় রেখেছিল কোম্পানি। প্রায় 1200 কিমি যাত্রা শেষ করতে 14 ঘণ্টা 30 মিনিট সময় লেগেছে এই সেডানের। কোম্পানি জানিয়েছে, এই গাড়ি এখনও বাজারে আসেনি। গাড়িতে এখনও কাজ চলছে।