Kolkata Fire News: সর্বস্ব হারিয়ে গেরস্থালির শেষ সম্বল খোঁজার চেষ্টায় নিউআলিপুরের ঝুপড়ির বাসিন্দারা
ABP Ananda LIVE : পৌষের রাত কাটল খোলা আকাশের নীচে। কয়েক ঘণ্টার আগুনে ছারখার সংসার। সর্বস্ব হারিয়ে গেরস্থালির শেষ সম্বল খোঁজার চেষ্টায় নিউআলিপুরের পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা।
হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসার পর, ব্যারিকেড দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন চিকিৎসকদের। তাঁদের দাবি, আদালত অনুমতি দেওয়ার পরেও ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রান করে পুলিশ। অভিযুক্তদের বিচারের আওতায় এবং তদন্তে গতি আনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। (RG Kar Protests)
হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান বিক্ষোভ। কিন্তু তাকে কেন্দ্র করেও পুলিশের সঙ্গে ঝামেলা, তীব্র বাদানুবাদ। আন্দোলনকারীদের দাবি, আদালত অনুমতি দেওয়ার পরেও ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রান করে পুলিশ। এদিন সকালে ধর্নার জন্য নির্দিষ্ট জায়গা নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন শুরু হয় চিকিৎসকদের। শেষ পর্যন্ত আরও এক ফুট জায়গা ছেড়ে ব্যারিকেড করা হয়। (Kolkata News)


















