Minimum Balance: ন্যূনতম ৫০ হাজার টাকা রাখার নিদান ICICI ব্যাঙ্কে, তুমুল বিতর্ক- HDFC, SBI সহ অন্য ব্যাঙ্কে কী নিয়ম রয়েছে ?
Minimum Balance Rules: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকলে তাদের গ্রামীণ বা নগরভিত্তিক শাখাগুলির সবেতেই কোনও ন্যূনতম ব্যালান্স রাখার কড়া নিয়ম নেই।

সম্প্রতি বেসরকারি ঋণদাতা সংস্থা আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা রাখার নিদান দিয়েছে। বলা হয়েছে যে ১ অগাস্ট এবং এর পরে যে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যাঙ্কে, সমস্ত অ্যাকাউন্টেই ন্যূনতম ৫০ হাজার টাকা রাখতে হবে। এর আগে এই ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক ধার্য করা হত ১০ হাজার টাকা। আর এই সিদ্ধান্তকে ঘিরেই তুমুল বিতর্ক দানা বেঁধেছে। কারণ অনেকেরই মতামত যে এত বিপুল অঙ্কের টাকা কারও মাসিক আয়ই নয়, সেখানে এত টাকা সেভিংস অ্যাকাউন্টে বাধ্যতামূলক রেখে দেওয়াটা অসম্ভব। ফলে কম উপার্জনকারী ব্যক্তিদের পক্ষে এই নিয়ম অমানবিক।
আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে মেট্রো শহর ও আর্বান শাখাগুলির অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা রাখতে হবে। আর সেমি-আর্বান বা মফস্বল এলাকার শাখাগুলিতে এই ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। আর গ্রামীণ শাখাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারদের ৫ হাজার টাকার বদলে রাখতে হবে ন্যূনতম ১০ হাজার টাকা। শুধুমাত্র এই নিয়ম যে সমস্ত অ্যাকাউন্ট ১ অগাস্ট বা এর পরে খোলা হয়েছে বা হবে তাদের জন্যই প্রযোজ্য হবে। আরও বলা হয়েছে যে সমস্ত গ্রাহকদের এই ব্যালেন্স থাকবে না তাদের যত টাকা ঘাটতি তার ৬ শতাংশ বা ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে।
অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকলে তাদের গ্রামীণ বা নগরভিত্তিক শাখাগুলির সবেতেই কোনও ন্যূনতম ব্যালান্স রাখার কড়া নিয়ম নেই। শূন্য ব্যালান্স থাকলেও স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট সচল থাকবে। এর আগেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্কে মিনিমাম ব্যালান্স না রাখার জন্য জরিমানার নিয়ম তুলে দিয়েছিল। কোন ব্যাঙ্কে এখন কত টাকা ন্যূনতম রাখতে হবে ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – গ্রামীণ ও শহরের সমস্ত শাখাতেই শূন্য ব্যালান্স রাখলেও চালু থাকবে অ্যাকাউন্ট
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – গ্রামীণ শাখায় চেক বই সহ ২৫০ টাকা, চেকবই ছাড়া ১০০ টাকা। অন্যদিকে শহরের শাখায় চেকবই সহ ১০০০ টাকা আর চেকবই ছাড়া ৫০০ টাকা।
এইচডিএফসি ব্যাঙ্ক – গ্রামীণ শাখায় ন্যূনতম ২৫০০ টাকা আর শহরের শাখায় ন্যূনতম ১০ হাজার টাকা।
অ্যাক্সিস ব্যাঙ্ক – গ্রামীণ শাখায় ২৫০০ টাকা আর শহরের শাখায় ১২ হাজার টাকা।
ব্যাঙ্ক অদ বরোদা – ন্যূনতম ৫০০ টাকা গ্রামীণ শাখার জন্য আর শহরের শাখার জন্য ন্যূনতম ২ হাজার টাকা।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক – ১০ হাজার টাকা বা ২৫ হাজার টাকা ন্যূনতম রাখার নিয়ম রয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – গ্রামীণ শাখায় সাধারণ অ্যাকাউন্ট হলে ৫০০ টাকা, মহিলা সেভিংস অ্যাকাউন্ট হলে ৫০০০ টাকা আর সিনিয়র সিটিজেনদের অ্যাকাউন্ট হলে ১০ হাজার টাকা। অন্যদিকে শহরের শাখার ক্ষেত্রে ১০ হাজার টাকা সমস্ত অ্যাকাউন্টে ন্যূনতম রাখতে হবে।






















