X-Ray: এবার এক্স-রে করতে গেলে খসবে বিশাল টাকা? একাধিক মেশিনে কাস্টম ডিউটি বৃদ্ধি করল মোদি সরকার
X-Ray Price: প্রায় ১৫ শতাংশ বাড়ল এই শুল্কের পরিমাণ। পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
![X-Ray: এবার এক্স-রে করতে গেলে খসবে বিশাল টাকা? একাধিক মেশিনে কাস্টম ডিউটি বৃদ্ধি করল মোদি সরকার Modi govt hikes customs duty on import of these machines X-Ray: এবার এক্স-রে করতে গেলে খসবে বিশাল টাকা? একাধিক মেশিনে কাস্টম ডিউটি বৃদ্ধি করল মোদি সরকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/70ae21c122a0ba8714406115ba719ff31679914314302223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: 'মেক ইন ইন্ডিয়া' তৈরির দিকে আরেক ধাপ এগনোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। ফের কাস্টম ডিউটি বাড়ল বেশ কিছু মেশিনে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে মেশিনেরও দাম বাড়তে চলেছে। প্রায় ১৫ শতাংশ বাড়ল এই শুল্কের পরিমাণ। পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
বর্তমানে বহনযোগ্য এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে জেনারেটর এবং যন্ত্রপাতি এর ওপর আগে ১০ শতাংশ আমদানি শুল্ক ছিল। এবার তা ১৫ শতাংশ হল।
শুল্ক হারের পরিবর্তনগুলি ফিনান্স বিল, ২০২৩-এর সংশোধনীর অংশ হিসাবে আনা হয়েছিল, যা পাস হয়েছিল লোকসভায়। নতুন হার পয়লা এপ্রিল,২০২৩ থেকে কার্যকর হবে। এমনটাই বলা হয়েছে সংশোধনীতে। এএমআরজি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার রজত মোহন বলেছেন এর ফলে ভারতে এই মেশিনের উৎপাদন আরও বৃদ্ধি করা যাবে।
তিনি এও বলেন, এটি বিশেষ খাতে আমদানি নির্ভরতা কমাতে 'মেক ইন ইন্ডিয়া'কে উৎসাহিত করবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)