Rs 2000 Currency Note: দু'হাজারের নোট বাতিল ঘোষণার একমাসেরও বেশি পার, ব্যাঙ্কে ফিরল কত?
RBI Governor: ভারতে বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট। আর নতুন করে ছাপা হবে না। গত ১৯ মে একথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Rs 2000 Currency Note: ভারতে নিষিদ্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট (Rs 2000 Currency Note)। একথা আগেই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গত মে মাসে এই ঘোষণা করেছিল দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক। সম্প্রতি আরবিআই গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতের বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে একথা ঘোষণার এক মাসের মধ্যেই বাজারে থাকা মোট ২০০০ টাকার নোটের দুই-তৃতীয়াংশেরও বেশি ফিরেছে ব্যাঙ্ক। গত ১৯ মে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা প্রকাশ্যে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে বাজার থেকে প্রায় ৩.৬২ লক্ষ কোটি টাকা তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছিল। clean note policy-র আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৮ জুন আর্থিক বছরের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা করার সময় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা (২০০০ টাকার নোট) ফিরে এসেছে ব্যাঙ্কে। ৩১ মার্চ পর্যন্ত যত ২০০০ টাকার নোট বাজারে চালু ছিল তার প্রায় ৫০ শতাংশ হল এই পরিমাণ। এর মধ্যে ৮৫ শতাংশ ব্যাঙ্কে জমা পড়েছে এবং বাকিটা নোট এক্সচেঞ্জ বা পরিবর্তন করা হয়েছে। এরপর গত সপ্তাহে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আরবিআই গভর্নর জানিয়েছেন, যে ৩.৬২ লক্ষ কোটি টাকা (৩১ মার্চ, ২০২৩ অনুসারে) বাজার থেকে তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছিল (২০০০ টাকার নোটের নিরিখে) তার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি বা ২.৪১ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই ফিরে এসেছে ব্যাঙ্কে।
আর নতুন করে ২০০০ টাকার নোট ছাপাবে না সরকার। গত ১৯ মে একথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা (দু'হাজার টাকার নোটে) পরিবর্তন করা যাবে। একদিনে একাধিকবার এই নোট পরিবর্তন প্রক্রিয়া চালানো যাবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক না হলেও সেই ব্যাঙ্কে আপনি ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করা যাবে। ১৯ মে রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর ২৩ মে থেকে ব্যাঙ্কগুলিতে স্পেশ্যাল কাউন্টার খোলা হয়েছে ২০০০ টাকার নোট নিয়ে এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য।
২০১৬ সালের নভেম্বর মাসে Section 24(1) of The RBI Act, 1934- এর আওতায় ভারতে ২০০০ টাকার নোট লঞ্চ করা হয়েছিল। এর আগে ২০১৬ সালের ৮ নভেম্বরেই নোট বাতিল ঘোষণা করেছিল মোদি সরকার। ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল বাজার থেকে। ফলে আর্থনৈতিক বাজারে টাকার যে দরকার হয়েছিল তা মেটাতে ওই একইদিনে চালু হয়েছিল ২০০০ টাকার নোট।
আরও পড়ুন- লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা