Diwali Muhurat Trading LIVE: মুহুরত ট্রেডিংয়ে দুরন্ত লাফ, এক শতাংশের ওপরে খুলল নিফটি-সেনসেক্স
Muhurat Trading: দীপাবলির সন্ধ্যের মুহুরত ট্রেডিংয়ে দুর্দান্ত শুরু করল বুলরা। আশা মতোই নিফটি, সেনসেক্সে বড় গতি দেখা গিয়েছে
Muhurat Trading: দীপাবলির সন্ধ্যের মুহুরত ট্রেডিংয়ে দুর্দান্ত শুরু করল বুলসরা। আশা মতোই নিফটি, সেনসেক্সে বড় গতি দেখা গিয়েছে। বড় স্টক বলতে একমাত্র রিলায়েন্স প্রি -ওপেনিং শেষে লালে ট্রেড করেছে। যদিও পরবর্তীকালে সবার জন্য বাজার খুলতেই ফের গতি ধরে এই স্টক।
Share Market Update: দীপাবলির মুহুর্তে আজ শেয়ারবাজারে NSE-এর 50-শেয়ার সূচক নিফটি 200.20 পয়েন্ট বা 1.14 শতাংশের বেশি ওপরে 17776.50 পয়েন্টে খুলেছে। একই সময়ে, BSE সেনসেক্স 659.40 পয়েন্ট বা 1.11 শতাংশ গতি দেখিয়ে 59,966 এ খুলতে সক্ষম হয়েছে।
Muhurat Trading Pre-Open: এদিন স্টক মার্কেটের প্রি-ওপেনিংয়ে, NSE-এর নিফটি 179 পয়েন্ট বা 1.02 শতাংশের বেশি উঠে 17755-এর স্তরে লেনদেন শুরু করেছে। পর অবশ্য় সাড়ে ৬টার দিকে ৯২ পয়েন্টে নেমে আসে নিফটি ৫০-র সূচক। ১৭,৭৪০-এ নেমে আসে বাজার। সব বড় স্টক, যেমন টাইটান, রিলায়েন্স, ডিমার্ট,আইসিআইসিআই সবেতেই ১ শতাংশের বেশি বা এক শতাংশের সামান্য কম গতি দেখা যায়।
Muhurat Trading 2022: কেন এই এক ঘণ্টায় ট্রেডিং ?
আজ দীপাবলিতে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রতী হন বিনিয়োগকারীরা। বাজারের আমানতকারীরা মনে করেন, এই বিশেষ দিনে বিনিয়োগ করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তাই দীপাবলিতে ছুটির দিনেও সন্ধ্যেবেলায় নিয়ম ভেঙে খোলে বাজার। বিশেষ মুরুর্তের জন্য স্টকে বিনিয়োগ করেন ইনভেস্টাররা। এই সময়কেই মুহুরত ট্রেডিং বলে।
Diwali 2022: কবে থেকে শুরু মুহুরত ট্রেডিং ?
১৯৫৭ সালে প্রথম BSE-তে প্রথম এই মুহুর্ত ট্রেডিং শুরু হয়। পরবর্তীকালে যা ১৯৯২ সালে NSE-তেও শুরু হয়। এই মুহুরত ট্রেডিংয়ের সময়কে খুবই শুভ মানা হয়। তাই নিজেদের পছন্দের শেয়ার এদিন কিনে নেন বিনিয়োগকারীরা। এক ঘণ্টার ট্রেডিং সেশনের মধ্যেই চলে সব প্রক্রিয়া।
Muhurat Trading 2022: আরও রয়েছে কারণ ?
দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা ধরা হয়। এই দিনই গুজরাতি ও মারওয়াড়িরা তাদের পুরনো বহিখাতা বা হালখাতা বন্ধ করে নতুন লেজার তৈরি করেন। বহিখাতার ওপর স্বস্তিকা চিহ্ণ দিয়ে শুরু হয় নতুন বছরের আর্থিক যাত্রা। এই দিনটিকে হিন্দু নববর্ষ অনুযায়ী সমবত বলা হয়। এবার সমবতের বছর ২০৪৯। দালাল স্ট্রিটে এইদিন বেশি অস্থিরতা দেখা যায় না। বেশিরভাগ সময়টাই সবুজে যাত্রা করে স্টক মার্কেট।