Mukka Proteins IPO: মাছ ও পোষ্যের খাবার তৈরি করে এই সংস্থা, আজই শুরু আইপিওর বিডিং- বিনিয়োগ করবেন ?
Mukka Protein IPO Launched: ২৮ ফেব্রুয়ারি মুক্কা প্রোটিন সংস্থা (Mukka Proteins IPO) অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিমধ্যেই ৬৭.২০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। ৪ মার্চ পর্যন্ত চলবে বিডিং।
IPO Update: বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি বাজারে লঞ্চ হল একটি নতুন সংস্থার আইপিও। সংস্থার নাম মুক্কা প্রোটিনস। মূলত মাছ ও পোষ্যের খাবার তৈরি করে এই সংস্থা। আজ থেকেই এই সংস্থার আইপিওতে বিড করতে পারবেন বিনিয়োগকারীরা। শুরু হয়ে গিয়েছে সাবস্ক্রিপশন (Mukka Proteins IPO)। এই সংস্থার আইপিওতে বিনিয়োগ করতে চাইলে আগে দেখে নিন সংস্থার ব্যবসার প্রকৃতি, গ্রে মার্কেটের কত দাম যাচ্ছে, এমনকী আইপিওর প্রাইস ব্যান্ড কত সব তথ্য একত্রে।
২৮ ফেব্রুয়ারি মুক্কা প্রোটিন সংস্থা (Mukka Proteins IPO) অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিমধ্যেই ৬৭.২০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। এক্সচেঞ্জে সংস্থা জানিয়েছে যে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বাজারে ২,৩৯,৯৯,৫৬৫টি ইকুইটি শেয়ার ছাড়বে মুক্কা প্রোটিনস। সংস্থার প্রাইসব্যান্ড থাকছে ২৬ টাকা থেকে ২৮ টাকা প্রতি শেয়ারে। আর প্রতিটি শেয়ারের ফেসভ্যালু যেখানে ১ টাকা নির্ধারিত হয়েছে। এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে আপনাকে একটি লট একবারে ন্যূনতম কিনতে হবে। একটি লটে থাকছে এই সংস্থার ৫৩৫টি ইকুইটি শেয়ার।
জানা গিয়েছে এই সংস্থার মাত্র ৫০ শতাংশ শেয়ারই রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবেন মাত্র ১৫ শতাংশ শেয়ার। আর খুচরো বিনিয়োগকারীদের জন্য সংস্থার ৩৫ শতাংশ শেয়ার ধার্য করা হয়েছে যা আপনিও কেনাবেচা করতে পারবেন।
সংস্থার ব্যবসার প্রকৃতি
মূলত মুক্কা প্রোটিনস (Mukka Proteins IPO) মাছের খাবার, মাছের তেল, মাছের সলিউবল পেস্ট ইত্যাদি তৈরি করে ও বিক্রি করে এবং অ্যাকোয়া ফিড, পোলট্রি ফিড ও পেট ফুডের ক্ষেত্রে এই সব খাবার খুবই প্রয়োজনীয়। সংস্থার তিনজন প্রোমোটার ডিরেক্টর হলেন মহম্মদ হ্যারিস, কলন্দন মহম্মদ আরিফ ও কলন্দন মহম্মদ আতলাফ। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ-এর মধ্যে মুক্কা প্রোটিনসের মুনাফা ৮৪.০৭ শতাংশ বেড়েছে, সংস্থার রেভিনিউ বেড়েছে ৫২.৫২ শতাংশ।
সাবস্ক্রিপশন স্ট্যাটাস
আজ শুরু হয়েছে মুক্কা প্রোটিনসের সাবস্ক্রিপশন, আর আজই বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে এই সংস্থার আইপিও। প্রথম দিনেই ৬৬ শতাংশ সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে। ১.১৮ গুণ সাবস্ক্রিপশন হয়েছে এই আইপিওর।
আইপিওর তথ্য
মুক্কা প্রোটিনসের আইপিওর মোট ভ্যালু ২২৪ কোটি টাকা যেখানে বাজারে এই সংস্থা মোট ৮ কোটি ইকুইটি শেয়ার ছেড়েছে যাদের ফেসভ্যালু ১ টাকা। এখানে কোনও অফার ফর সেল থাকছে না।
জিএমপিতে দাম কত যাচ্ছে
মুক্কা প্রোটিনের (Mukka Proteins IPO) জিএমপি +১৫। অর্থাৎ এ থেকে স্পষ্ট যে এই সংস্থার আইপিও গ্রে মার্কেটে এখন ১৫ টাকার প্রিমিয়ামে কেনাবেচা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই শেয়ারের লিস্টিং প্রাইস ৫৩.৫৭ শতাংশ বেড়ে হবে ৪৩ টাকা প্রতি শেয়ারে। গ্রে মার্কেটে শেষ ২৪টি সেশনে এই সংস্থার আইপিওর সর্বনিম্ন জিএমপি গেছে ০ টাকা এবং সর্বোচ্চ জিএমপি গেছে ১৭ টাকা। আগামী ৪ মার্চ পর্যন্ত বিড করা যাবে এই সংস্থার আইপিওতে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )