Multibagger Stocks: ১.৫ টাকার শেয়ার এখন ৮৭ টাকা ! ১০ বছরে প্রায় ৬০ গুণ রিটার্ন এই পেনিস্টকে
Penny Stock: শেষ ৫ বছরের হিসেব ধরলে, প্যারামাউন্ট কমিউনিকেশনসের শেয়ারের দাম ১১.৩৫ টাকা থেকে ৮৭ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ৬৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম।
Share Market: ১০ বছর আগে কেউ যদি এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ৫৭০০ শতাংশ রিটার্ন (Multibagger Stock) পেতেন। বিপুল মুনাফা। এক কথায় অবিশ্বাস্য। সম্প্রতি এই সংস্থাকে রেটিং দিয়েছে ICRA। আর এই রেটিংয়ের কারণেই শেয়ারটি ঘিরে জল্পনা শুরু হয়েছে। মাল্টিব্যাগার এই শেয়ার কি পরে আরও বাড়বে ? সোমবার বাজার খুললে কেমন পারফর্ম করবে এই স্টক তা নিয়ে এখন বিস্তর জল্পনা। কোন সংস্থার শেয়ার নিয়ে এত চর্চা ?
সংস্থার নাম
এই মাল্টিব্যাগার সংস্থার নাম প্যারামাউন্ট কমিউনিকেশনস লিমিটেড (Paramount Communications Limited)। সম্প্রতি এই সপ্তাহেই শুক্রবার বাজার বন্ধের সময় সংস্থা এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, ICRA একে বিবিবি মাইনাস রেটিং দিয়েছে লং টার্মের ভিত্তিতে। এই সংস্থার ব্যাঙ্ক ফেসিলিটি রয়েছে এখন ১৫০ কোটি টাকা।
কীভাবে বেড়েছে শেয়ারের দাম
১০০ টাকার নিচেই রয়েছে এই স্মলক্যাপ স্টকের (Multibagger Stock) দাম। প্যারামাউন্ট কমিউনিকেশনস শেয়ারের ইতিহাস দেখলে বোঝা যাবে যে, বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম ৭৯ টাকা থেকে ৮৭ টাকায় উঠে এসেছে। এক কোথায় ১০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। শেষ ৬ মাসে এই স্মলক্যাপ মাল্টিব্যাগার স্টক ৬৩ টাকা থেকে ৮৭ টাকায় এসেছে, ৩৫ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। আর শেষ এক বছরের হিসেবে যে সমস্ত বিনিয়োগকারী দীর্ঘমেয়াদের জন্য এই সংস্থায় টাকা রেখেছিলেন, তাঁদের বিপুল রিটার্ন দিয়েছে প্যারামাউন্ট কমিউনিকেশনস লিমিটেড। গত ১ বছরে এই স্টকের দাম ১৫০ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পরিসংখ্যান
শেষ ৫ বছরের হিসেব ধরলে, প্যারামাউন্ট কমিউনিকেশনসের শেয়ারের দাম ১১.৩৫ টাকা থেকে ৮৭ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ৬৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম। আর বিগত ১০ বছর আগে এই শেয়ারের দাম ছিল ১.৫ টাকা। ফলে ১০ বছরে শেয়ারের দাম বেড়ে গিয়েছে ৫৭০০ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IPO Listing: তালিকাভুক্তির পরেই মাল্টিব্যাগার, ১৭৪ শতাংশ প্রিমিয়ামে খুলল এই শেয়ার- আইপিও কেনা ছিল ?