Multibagger Stock: মাত্র ৪ বছরেই ১ লাখ থেকে ৫৫ লাখ রিটার্ন ! বাজার কাঁপিয়েছে এই পেনিস্টক
Penny Stock: ৪ বছরের মধ্যেই আপনার টাকা ৫৫ গুণ করে দিতে পারত এই পেনিস্টক। ৮ টাকার শেয়ার ৪ বছরেই এখন ৪৪৫ টাকায়। আপনি কি বিনিয়োগ করেছিলেন এই শেয়ারে ?
Share Market: ৪ বছরে ৫৫০০ শতাংশ রিটার্ন ! ভাবা যায় ? ৮ টাকার শেয়ার এখন ৪৪৫ টাকা। পেনিস্টকে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান, যদি কোম্পানি ডুবে যায়, ক্ষতি হবে প্রচুর। কিন্তু এমন কিছু কিছু পেনিস্টক আছে, যেগুলি কয়েক বছরের মধ্যেই বিপুল রিটার্ন দিয়েছে। তেমনই একটি স্টক সূরয প্রোডাক্ট। মাত্র ৪ বছরের মধ্যেই ৫৫ গুণ রিটার্ন এনে দিয়েছে এই শেয়ার। আপনারও কি কেনা আছে ?
শেয়ার বাজারে বাজার মূলধনের উপরে ভিত্তি করে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ কিংবা মিডক্যাপ এভাবে কোম্পানির বিভাজন করা হয়। সূরয প্রোডাক্টসের স্টক স্মল ক্যাপের মধ্যেই পড়ে। আর এই স্মল ক্যাপ স্টকেই বিপুল মুনাফা এসেছে গত কয়েক বছরে।
শেয়ারের দামে ওঠানামা
শেষ এক মাসে সূরয প্রোডাক্টসের শেয়ারের দাম ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪৫ টাকা। অর্থাৎ এক মাসে এই শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ। আর গত ৬ মাসের হিসেব দেখলে, এই শেয়ারে এসেছে ৯৫ শতাংশ রিটার্ন। ২২৯ টাকার শেয়ার বেড়ে হয়েছে ৪৪৫ টাকা। আর এক বছরে ১৩৫ টাকার সীমা থেকে ২৩০ শতাংশ বেড়েছে এই সূরয প্রোডাক্টসের শেয়ার। শেষ দু'বছরে এই শেয়ারে রিটার্ন এসেছে ৩০০ শতাংশ এবং শেষ তিন বছরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকেই পেয়েছেন ১২০০ শতাংশ রিটার্ন। ৪ বছর আগে যদি কেউ এই শেয়ারে বিনিয়োগ করতেন, তাহলে ৫৪০০ শতাংশ রিটার্ন পেতেন। অর্থাৎ, কেউ যদি আজ থেকে ৪ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি রিটার্ন পেতেন ৫৫ লক্ষ টাকা।
কখন বিনিয়োগে কত রিটার্ন
বিগত ৬ মাসের হিসেবে ১ লাখ টাকা হয়েছে ১.৯৫ লক্ষ টাকা। ১ বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে আজকে রিটার্ন পেতেন ৩.৩০ লক্ষ টাকা। আর ৩ বছর ধরে বিনিয়োগ ধরে রাখলে রিটার্ন তো আরও বেশি। ১ লাখ টাকা থেকেই ১৩ লাখ টাকা পেতেন এই শেয়ারে বিনিয়োগ করলে।
শুধু এই শেয়ারই নয়, সম্প্রতি আরও একটি পেনিস্টকে এসেছে মাল্টিব্যাগার রিটার্ন। ওয়্যারি রিনিউয়েবলসের শেয়ারে মাত্র ৫ বছরের মধ্যেই বিনিয়োগকারীরা পেয়েছেন ১৯৫ গুণ রিটার্ন।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Multibagger Stock: ১৭ টাকার শেয়ার এখন ৩৩১৭ টাকা ! ১ লাখ বিনিয়োগে পেতেন ১.৯৫ কোটি