Multibagger Stock: ৩ টাকা থেকে বেড়ে আজ ৭৬ টাকায় ! ৫ বছরে এই শেয়ারে ১ লাখ হয়ে গিয়েছে ২৯ লাখ
TTML Services Share Price: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ মিলিয়ে এই স্টকে ট্রেডিং ভলিউম গত বৃহস্পতিবার দ্বিগুণ বেড়ে হয়েছে ৩২.৩৬ লক্ষ ইকুইটি শেয়ার।
Tata Teleservices Maharashtra Limited: এক কথায় বলতে গেলে কুবেরের খনি, রাজার গুপ্তধন ! মাত্র ৩ টাকার স্টক আজ বেড়ে ৭৬ টাকায় এসে গিয়েছে। বিরাট মুনাফায় পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের। গত বৃহস্পতিবারই বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম (Multibagger Stock) এক ধাক্কায় ৮ শতাংশ বাড়ে এবং ৭৪ টাকায় বন্ধ হয় আর তারপর সপ্তাহের শেষ ট্রেডিং দিনে আরও লাফ দিয়ে বন্ধ হয়েছে ৭৬.২০ টাকায়। সংস্থার নাম টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড (TTML) সংক্ষেপে টিটিএমএল। এই সপ্তাহেই বুধবার বাজারে বড় ধস এলেও এই স্টকে একাই ১৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।
শেষ ২টি ট্রেডিং দিনে টাটা গ্রুপের এই শেয়ারের দাম ২৮ শতাংশ বেড়েছে। মাত্র ২ দিনেই ২৮ শতাংশ রিটার্ন এই স্টকে। আর গত ৯টি ট্রেডিং সেশনের কথা বলতে গেলে, টিটিএমএলের শেয়ারের দাম ৪৫ শতাংশ বেড়েছে ৯ মে তারিখের ৫১.৫৩ টাকা থেকে। ৭ মে ২০২৫ তারিখে এই স্টকের দাম নেমে গিয়েছিল ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৫০.০১ টাকায়।
ট্রেডিং ভলিউম দ্বিগুণ বেড়েছে
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ মিলিয়ে এই স্টকে ট্রেডিং ভলিউম গত বৃহস্পতিবার দ্বিগুণ বেড়ে হয়েছে ৩২.৩৬ লক্ষ ইকুইটি শেয়ার। তুলনা করতে গেলে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স যেখানে ০.৮৫ শতাংশ নিচে ৮০,৯০০-এ স্তরে ট্রেড করছিল সেখানে এই স্টকে দিয়েছে ব্যাপক মুনাফা।
জানা গিয়েছে যে এই লস মেকিং সংস্থা টাটা টেলিসার্ভিসেস লিমিটেডে নতুন করে টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা গ্রুপ আর এই টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডকে ২০২৬ সালের মে মাসের মধ্যে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ এবং অন্যান্য বকেয়ার দরুণ কেন্দ্রের কাছে জমা করতে হবে ১৯,২৫৬ কোটি টাকা।
৫ বছরে দারুণ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা
দেখা যাচ্ছে বিগত ৫ বছরে এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের ২৯০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। আর এই স্টকের দামও গত ৬ মাসে এক ধাক্কায় ১৫ গুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ কেউ যদি এই স্টকে এক বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে তা আজকের দিনে হয়য়ে যেত ২৯ লাখ টাকা। ৫ বছর আগে এই স্টকের দাম ছিল ২.৬৫ টাকা। আর আজকের দিনের মধ্যে তা সর্বোচ্চ স্তরে গিয়েছিল ৭৯.৪৫ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















