Post Office Scheme: ৩ লাখ টাকা বিনিয়োগে ৫ বছরে সুদই মিলবে ১ লাখ ৩৫ হাজার ! করও দিতে হবে না- পোস্ট অফিসের এই স্কিমে টাকা রেখেছেন ?
Post Office Term Deposit Scheme: এই স্কিমে মাত্র তিন লক্ষ টাকা বিনিয়োগ করে দুই বছরের মধ্যে আপনি ৪৪,৬৬৪ টাকা পেয়ে যাবেন শুধু সুদ হিসেবে। আর এই টাকা ৫ বছর রাখলে সুদ বাবদ পাবেন ১ লক্ষ ৩৫ হাজার টাকা।

Post Office Term Deposit Scheme: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বছর পরপর দু'বার রেপো রেট কমিয়েছে। এর ফলে বেশিরভাগ ব্যাঙ্কেই ঋণের উপর সুদের হার কমে গিয়েছে। আর একইসঙ্গে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার (Post Office Scheme) কমে গিয়েছে। তবে পোস্ট অফিসে টাকা রাখলে এখনও কিন্তু ব্যাঙ্কের থেকে কিছু নির্দিষ্ট মেয়াদে বেশি রিটার্ন মিলছে। পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম এখনও বেশ কিছু মানুষের (Term Deposit Scheme) কাছে খুবই বিশ্বাসযোগ্য।
পোস্ট অফিসের এই টার্ম ডিপোজিট স্কিমে আগের মতই দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। এমনকী একইসঙ্গে নিশ্চয়তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। ঝুঁকি একেবারেই নেই এই আমানতে। আপনিও যদি নিরাপদ এবং স্থির রিটার্ন খুঁজতে থাকেন তাহলে পোস্ট অফিসের এই স্কিমটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
এই স্কিমে মাত্র তিন লক্ষ টাকা বিনিয়োগ করে দুই বছরের মধ্যে আপনি ৪৪,৬৬৪ টাকা পেয়ে যাবেন শুধু সুদ হিসেবে। আর এই তিন লক্ষ টাকা ৫ বছর রাখলে সুদ বাবদই কেবল আপনি পাবেন ১ লক্ষ ৩৫ হাজার টাকার কাছাকাছি। একেক মেয়াদের জন্য একেক রকম সুদ মেলে এই স্কিমে। দেখে নিন তালিকা –
১ বছরের মেয়াদের জন্য সুদের হার – ৬.৯ শতাংশ
২ বছরের জন্য সুদের হার – ৭.০ শতাংশ
৩ বছরের জন্য সুদের হার – ৭.১ শতাংশ
৫ বছরের জন্য সুদের হার – ৭.৫ শতাংশ
এই হিসেব অনুসারে আপনি যদি পোস্ট অফিসের এই টার্ম ডিপোজিট স্কিমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ২ বছর পরে আপনি পাবেন মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ কেবল সুদ হিসেবেই আপনি পাবেন ৪৪ হাজার ৬৬৪ টাকা।
কী বিশেষত্ব এই স্কিমে
পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম একটি সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, তাই এটি সম্পূর্ণ নিরাপদ।
সকল বয়সের বিনিয়োগকারীরা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। আমানতের উপর একই ধরনের সুদ পান তারা।
প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও সুদের হার এখানে নেই।
ন্যূনতম ২০০ টাকা দিয়েও এই পোস্ট অফিসের টার্ম ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন।
টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলি সহজেই এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে।
৫ বছরের জন্য টার্ম ডিপোজিট করালে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে অর্জিত সুদে কোনও কর দিতে হবে না আপনাকে।
আপনি চাইলে আপনার বিনিয়োগ করা টাকা ম্যাচিওরিটির আগেই তুলে নিতে পারবেন।
নমিনেশনের সুবিধেও পাওয়া যায় এই স্কিমে।
এককভাবে বা যৌথভাবে এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে টাকা জমা করা যায়।























