Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে এককালীন না এসআইপি, কীভাবে বিনিয়োগ করলে বেশি লাভ ?
Investment: এককালীন প্রচুর টাকা না সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করলে বেশি রিটার্ন (Return) পাবেন, যা নিয়ে প্রশ্ন জাগে আমোদের মনে। এখানে রইল দুভাবে বিনিয়োগের সুবিধা-অসুবিধা।
Investment: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Mutual Fund Investment) করতে গিয়ে প্রায়শই ধন্দে পড়ি আমরা। এককালীন প্রচুর টাকা (Lump Sum Investment) না সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করলে বেশি রিটার্ন (Return) পাবেন, যা নিয়ে প্রশ্ন জাগে আমোদের মনে। এখানে রইল দুভাবে বিনিয়োগের সুবিধা-অসুবিধা।
মিউচুয়াল ফান্ড আসলে কী ?
এটি একটি বিনিয়োগর মাধ্যম। যেখানে ফান্ড ম্যানেজার অর্থ সংগ্রহ করে সিকিউরিটিজ, যেমন স্টক, বন্ড এবং অন্যান্য সম্পদের বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে টাকা রাখেন। এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে পেশাদার ফান্ড ম্য়ানেজার নিয়োগ করে কোম্পানি। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড থাকে। যা বিনিয়োগকারীদের নানা ফান্ডে টাকা রাখার সুযোগ করে দেয়। যার ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি কমে।
মিউচুয়াল ফান্ড এসআইপি না এককালীন কোনটি ভাল ?
বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিভিন্ন পদ্ধতি থেকে বেছে নিতে পারেন, প্রাথমিকভাবে এসআইপি বা এককালীন বিনিয়োগ থাকে এখানে। সেই ক্ষেত্রে এই দুই ধরনের মোডে নানা সুবিধা-অসুবিধা থাকে।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান(SIP)
এখানে কী সুবিধা পাবেন আপনি ?
১ SIP-তে নিয়মিত বিনিয়োগের (যেমন, মাসিক) মাধ্যমে আপনি লোকসানের ঝুঁকি কমাতে পারবেন বা অ্যাভারেজ করতে পারেবন। মার্কেট পড়লে বেশি ইউনিট কিনতে পারবেন আপনি। সেখানে মার্কেট ওপরে থাকেলে বেশি দামে ন্যাভ কিনতে হবে। একটি নির্দিষ্ট সময়ে বিনিয়োগ করলে এই ইউনিটের পরিমাণ অ্যাভারেজ হয়ে যাবে।
২ SIP বিনিয়োগের একটি নিয়মিত নিয়মিত সঞ্চয়, যা আপনার বিনিয়োগের অভ্যাসকে উৎসাহিত জোগাবে।
৩ নিয়মিত বিনিয়োগ বাজারের অস্থিরতার প্রভাব হ্রাস করে, সময়ের সাথে সাথে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়।
৪ এসআইপি-তে বিনিয়োগ শুরু করার জন্য অল্প পরিমাণ অর্থের প্রয়োজন হয়। প্রতি মাসে সময় মতো যা আপনি বিনিয়োগ করতে পারেন।
৫ সময়ের সাথে সাথে নিয়মিত বিনিয়োগ চক্রবৃদ্ধি হারে সুদের ফলে বিনিয়োগকারীদের বিপুল আর্থিক রাশি দিয়ে থাকে।
সমস্যা কোথায়
১ বুল মার্কেটে সম্ভাব্যভাবে কম রিটার্ন পাবেন আপনি। কারণ এখানে আপনি মার্কেট বেশি রেঞ্জ থাকাকালীন বিনিয়োগ করছেন। তাই মার্কেট হাই থাকার কারণে কম ইউনিট কিনতে পারবেন। তবে দীর্ঘ মেয়াদে এতে কোনও অসুবিধা হয় না।
২ SIP-এর জন্য নিয়ম মতো টাকা জমা দিতে হয়। যা কিছু বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।
এককালীন বিনিয়োগ
কী সুবিধা এখানে
বুল মার্কেটে একবারে বড় অঙ্কের বিনিয়োগ আপনার টাকাকে খুব দ্রুত বিশাল অঙ্কে পৌঁছে দিতে পারে।
এককালীন বিনিয়োগের ক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্টে সুবিধা হয়।
অসুবিধা:
এখানে ঝুঁকি থাকে. কোনও কারণে বাজার হঠাৎ বিপুল অঙ্ক কমে গেলে অনেক তলানিতে চলে যায় ফান্ড। বিনিয়োগের পরপরই যদি বাজার কমে যায়, তাহলে পুরো পরিমাণই ঝুঁকির মধ্যে পড়ে।
বিনিয়োগের জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন, যা সব বিনিয়োগকারীদের জন্য সম্ভব নাও হতে পারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Bank Holiday June 2024: জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা না জেনে গেলে কাজ হবে না