Civic Arrest: পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি করে সেই পোশাকেই দুর্ব্যবহার ! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার নীরজ
ABP Ananda LIVE: ফের সিভিকের কুকীর্তি ফাঁস! পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি ও সেই পোশাকে দুর্ব্যবহারের অভিযোগ । গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ । থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ । সেই পোশাক পরে কসবা এলাকায় গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ । পুলিশে ফোন এলাকাবাসীর, কসবা থানার হাতে গ্রেফতার সিভিক নীরজ সিংহ । ছদ্মবেশ ধারণ ও চুরির মামলা রুজু পুলিশের, শুরু বিভাগীয় তদন্ত । জিজ্ঞাসাবাদে উঠে আসে চুরি ও দুর্ব্যবহারের অভিযোগ: সূত্র আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরজ, । জেরায় স্বীকার নীরজের: সূত্র
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট

















