Weather Update: কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ, রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা ! ৩০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও..
West Bengal Weather Update Monsoon Alert : দক্ষিণবঙ্গে আগামী ৩ দিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা, জানালেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা, দেখুন একনজরে

কলকাতা: কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের একাংশে ঝিরঝিরে বৃষ্টি। বুধবার থেকে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
Current Weather Status & Outlook for next two weeks(23rd May, 2025 to 05th June, 2025) pic.twitter.com/pfaexLBMaD
— IMD Kolkata (@ImdKolkata) May 23, 2025
আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আরব সাগরের নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ২৭ মে, মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা রয়েছে।মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামী ৪৮ ঘন্টায় ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কমিউনি এলাকার বেশিরভাগ অংশের ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দুয়েক জেলায় কম থাকলেও রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। উত্তরবঙ্গে ও বৃষ্টি বাড়বে বুধবার থেকে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার।






















