Keshpur News: রাস্তার বেহাল অবস্থা কেশপুরেও । মাটিতে ঢাকা রাস্তা, সামান্য বৃষ্টি হতেই কাদায় ভর্তি
ABP Ananda LIVE: নারায়ণগড়ের মতোই রাস্তার বেহাল অবস্থা কেশপুরে আঙুয়ায় প্রায় ৪-৫ কিমি রাস্তায় পিচ বলে আর কিছু নেই । মাটিতে ঢাকা রাস্তা, সামান্য বৃষ্টি হতেই কাদায় ভর্তি । নামেই উন্নয়ন, ভাতারে ৮ কিমি রাস্তা বেহাল! পূর্ব বর্ধমানের কানপুর থেকে সাহেবগঞ্জের রাস্তার বেহাল অবস্থা!
পিচ বলে কিছু নেই, পুরো রাস্তাতেই শুধু মাটি আর মাটি! বৃ্ষ্টি হলেও চলার অযোগ্য, গাড়িও ঢুকতে পারে না বলে অভিযোগ । গাড়ি না ঢোকায় কেউ অসুস্থ হলে খাটিয়াই ভরসা, দাবি গ্রামবাসীদের । বেহাল দশা বর্ধমানের "কাটোয়া কৈচোর ভায়া করুই" রাজ্য সড়কের! কোথাও রাস্তার পিচ উঠে বেরিয়ে পড়েছে ইট, কোথাও বড় বড় গর্ত! প্রতিমুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই স্থানীয়দের যাতায়াত
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট

















